Darjeeling: মুখ্যমন্ত্রীর পছন্দ মতো জুন মাসে GTA নির্বাচন

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চলে স্বশাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) নির্বাচন কবে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের ভোট নিয়ে ইঙ্গিত করেছিলেন। তাঁর…

দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল দার্জিলিং (Darjeeling) পার্বত্যাঞ্চলে স্বশাসিত সংস্থা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA) নির্বাচন কবে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের ভোট নিয়ে ইঙ্গিত করেছিলেন। তাঁর কথা মতো জুন মাসে জিটিএ নির্বাচন হতে চলেছে।

মুখ্যমন্ত্রী পাহাড় সফরে গিয়ে জিটিএ ভোটের বাদ্যি বাজিয়ে এসেছিলেন। বলে এসেছিলেন, দুই-তিন মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। এবার রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের বৈঠকে তাতে সিলমোহর পড়ল। কমিশন জানিয়েছে জুন মাসেই হতে চলেছে GTA নির্বাচন।

   

এছাড়াও জানা গিয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন হবে জুন মাসে। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

দীর্ঘদিন ধরে দার্জিলিং পার্বত্যাঞ্চলের জিটিএ নির্বাচন আটকে ছিল। অভিযোগ এর ফলে পরিষেবা ও বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে এলাকাবাসী বঞ্চিত হচ্ছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্চ মাসে দার্জিলিং সফরের সময় থেকে দ্রুত জিটিএ নির্বাচন হতে পারে এমন মনে করা হচ্ছিল।

এদিকে দার্জিলিং পুরসভা ভোটে নতুন শক্তি হিসেবে উঠে আসা হামরো পার্টি জিটিএ নির্বাচনের বিরোধিতা করে। হামরো পার্টির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, বাঙালি কিংবা বাংলার সঙ্গে ভেদাভেদ নেই গোর্খাদের। কিন্তু পাহাড়ে সুশাসনের লক্ষেই আলাদা রাজ্য দরকার।