Saudi Arabia: ১৭ বছর ধরে ঘুমিয়ে আছেন আরবের এক রাজপুত্র, কে জাগাবে?

দীর্ঘ ১৭ বছর ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি রাজপরিবারের এক রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। তার ঘুম ভাঙানোর জন্য চেষ্টার কসুর নেই। কিন্তু তিনি…

দীর্ঘ ১৭ বছর ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি রাজপরিবারের এক রাজপুত্র আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। তার ঘুম ভাঙানোর জন্য চেষ্টার কসুর নেই। কিন্তু তিনি কি জাগবেন?

আসলে এই সৌদি রাজপুত্র কোমাচ্ছন্। কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকা। এ কারণেই তাঁকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার বলে চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি আল ওয়ালিদের একটি ছবি প্রকাশ করা হয়েছে সৌদি আরব রাজ পরিবারের তরফে। ছবিটি টুইটারে পোস্ট করেছেন সৌদি রাজকুমারী রিমা বিলতে তালাল। রাজকুমারী অসুস্থ যুবরাজের সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করতে অনুরোধ করেছেন। রাজকুমারীর পোস্ট করা ওই ছবিতে তাঁর বাবা খালেদ বিন তালালকেও দেখা গিয়েছে। খালেদ নিজের ছেলের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

জানা গিয়েছে, ২০০৫ সাল থেকেই কোমায় রয়েছেন আল-ওয়ালিদ। সামরিক কলেজে পড়ার সময় তিনি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন। তাঁর মাথায় প্রবল চোট লাগে। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তিনি কোমায় চলে যান।

তার বাবা খালেদ বিনের আশা, তাঁর ছেলে ওয়ালিদ একদিন নিশ্চিতভাবেই সুস্থ হবেন। এজন্য তিনি ছেলের লাইফ সাপোর্ট বা জীবনদায়ী ব্যবস্থা খুলে ফেলতে অস্বীকার করেছেন। বাড়ির পরিবারের সদস্যদের দাবি, আল-ওয়ালিদ মাঝেমধ্যেই সাড়া দিয়ে থাকেন। ২০২০ সালে একবার তাকে নিজের হাত সরিয়ে নিতে দেখেছিলেন পরিবারের সদস্যরা।