উত্তরাখণ্ড: একাধিক স্টেশন-ধার্মিক স্থল উড়িয়ে দেওয়ার রহস্যময় হুমকি চিঠি

হুমকি ভরা চিঠিকে কেন্দ্র করে নড়েচড়ে বসল প্রশাসন। উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকি স্টেশনের স্টেশন মাস্টার একটি ভাঙা ভাঙা হিন্দিতে লেখা চিঠি পেয়েছেন। এই চিঠিটি যে পাঠিয়েছে…

হুমকি ভরা চিঠিকে কেন্দ্র করে নড়েচড়ে বসল প্রশাসন। উত্তরাখণ্ডের (Uttarakhand) রুরকি স্টেশনের স্টেশন মাস্টার একটি ভাঙা ভাঙা হিন্দিতে লেখা চিঠি পেয়েছেন। এই চিঠিটি যে পাঠিয়েছে সে নিজেকে কুখ্যাত জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদ-এর (Jaish E mohammad) এরিয়া কম্যান্ডর বলে পরিচয় দিয়েছে। এছাড়া নিজের নাম সেলিম আনসারি বলে দাবি করেছে।

সেইসঙ্গে উত্তরাখণ্ডের একাধিক স্টেশন যেমন নজিজাবাদ, দেহরাদুন, রুরকি, ঋশিকেশ, হরিদ্বার রেলওয়ে স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এই চিঠিতে। এমনকি একাধিক ধার্মিক স্থলগুলি অবধি উড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই চিঠিতে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিরও (Pushkar Singh Dhami) উল্লেখ রয়েছে। এদিকে চিঠির কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

চিঠিটির উৎসস্থল কোথায় তা জানতে ময়দানে নেমে পড়েছে পুলিশ। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন যে পুলিশ আগেও এরকম ধরণের হুমকি ভরা চিঠি পেয়েছে। পুলিশের সন্দেহ, এটা কেউ নিছকই মজা করেছে, যদিও এহেন সংবেদনশীল ঘটনাকে মোটেই হালকাভাবে নিতে নারাজ প্রশাসন, তাই তদন্তে নেমেছেন তাঁরা।

উল্লেখ্য, ২০১৯ সালেও তৎকালীন রুরকির স্টেশন মাস্টার এরকম চিঠি পেয়েছিলেন।