ক্রিকেট অনুশীলনে ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী

রবিবার তাকে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর এনসিএ ক্রিকেট অ্যাকাডেমিতে দেশের সেরা যুব ক্রিকেটারদের সঙ্গে ফিল্ডিং প্র্যাকটিস করতে। যে ছবি বিসিসিআই সোমবার তাদের স্যোশাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে শেয়ার…

Indian football captain Sunil Chhetri in cricket practice

রবিবার তাকে দেখা গিয়েছিল বেঙ্গালুরুর এনসিএ ক্রিকেট অ্যাকাডেমিতে দেশের সেরা যুব ক্রিকেটারদের সঙ্গে ফিল্ডিং প্র্যাকটিস করতে। যে ছবি বিসিসিআই সোমবার তাদের স্যোশাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে শেয়ার করতেই মুহূর্তের মধ্যেই চর্চায় চলে আসে।

আসলে ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)যখন ভারতীয় বোর্ডের অ্যাকাডেমিতে গিয়ে ক্রিকেট অনুশীলন করে। তখন সেটা ক্রীড়াপ্রেমীদের কাছে চমকপ্রদ বিষয় হয় অবশ্যই। সোমবার সেটাই হয়েছে। যদিও নিছকই মজা করে ও এনসিএ ক্রিকেটারদের উৎসাহিত করতেই ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী এই কাজটি করেছিলেন।

   

শুধু ফিল্ডিং প্র্যাকটিসই নয়। ভিভিএস লক্ষণকে পাশে বসিয়ে এইসব উঠতি ক্রিকেটারদের সঙ্গে কথাও বললেন সুনীল। শেয়ার করলেন নিজের অভিজ্ঞতা। যদিও ভারত অধিনায়কের মাথায় এখন এএফসি কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের ম্যাচ ছাড়া অন্য কোনও ভাবনা নেই। এনসিএতে সময় কাটানোর চব্বিশ ঘন্টার মধ্যেই শহরে পা রাখলেন গোটা দল নিয়ে। এএফসি কোয়ালিফায়ারের প্রথম ম্যাচ ৮ জুন এই শহরেই। তার আগে কলকাতায় বসছে শিবির। সেই শিবির করতেই স্টিমাচ তার ছেলেদের নিয়ে সোমবার দুপুরেই চলে এলেন কলকাতা।

এএফসি কোয়ালিফায়ারের ম্যাচে নামার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ইগর স্টিমাচের ছেলেরা ১১ মে এটিকে মোহনবাগানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। এছাড়াও সেরা আইলিগ একাদশের সঙ্গে দুটি ম্যাচ। ২৫ মে জাম্বিয়া ও ২৮ মে জর্ডনের সঙ্গে। ৮ জুন কম্বোডিয়ার সঙ্গে প্রথম ম্যাচ এএফসি কোয়ালিফায়ারের। ১১ জুন আফগানিস্তান। ১৪ জুন হংকংয়ের সঙ্গে। এই এএফসি কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডের ভারতীয় দলের পারফরমেন্সের ওপরই নির্ভর করবে কোচ ইগর স্টিমাচের ভবিষ্যত।