Juan Ferrando: সাদিকুর পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন বাগান কোচ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছুটে চলেছে মোহন বাগান ( Mohun Bagan) সুপার জায়ান্টের বিজয় রথ। টানা পাঁচ ম্যাচে জয় পেল বাগান। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-০…

Armando Sadiku

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছুটে চলেছে মোহন বাগান ( Mohun Bagan) সুপার জায়ান্টের বিজয় রথ। টানা পাঁচ ম্যাচে জয় পেল বাগান। শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে দল। পুরো পয়েন্ট পেলেও সবুজ মেরুন ব্রিগেডের খেলা তৃপ্তিদায়ক হয়নি। ম্যাচের পর দলের কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন মোহন বাগান সুপার জায়ান্ট কোচ হুয়ান ফেরান্ডো (Juan Ferrando)।

চলতি মরসুমে বাগানের অন্যতম সমালোচিত ফুটবলার আলবেনিয়ার তারকা ফরোয়ার্ড আর্মান্ডো সাদিকু। শনিবারের ম্যাচেও গোল পাননি তিনি। তাতে অবশ্য চিন্তিত নন হুয়ান। দল জিতেছে এটাই তার কাছে শেষ কথা। ম্যাচের পর আর্মান্ডো প্রসঙ্গে নিজের ভাবনা প্রকাশ করেছেন মোহন কোচ।

   

আর্মান্ডো সাদিকু প্রসঙ্গে হুয়ান ফেরান্ডো বলেছেন, “সহাল ও আরমান্দো ভাল জায়গা তৈরি করেছে, যার ফল পেয়েছে ব্রেন্ডান। জানি ও আমাদের সেন্টার ব্যাক। তবে ও ভাল ফিনিশারও। ও দলকে চাঙ্গা রাখতে চেষ্টা করে।”

একই সঙ্গে সবুজ মেরুন কোচ বলেছেন, “আমরা জায়গা তৈরি করছি। পজিশনাল অ্যাটাকে যাচ্ছি। শেষ পর্যন্ত গোল হচ্ছে, এটাই বড় কথা। কে গোল করছে সেটা বড় কথা নয়।”