Mohammedan SC: মহামেডান ম্যাচের আগে কী বলছেন ফৈয়াজ? জানুন

এবারের এই ফুটবল সিজনের প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের…

Sk Faiaz's Pre-Match Challenge Spurs Mohammedan SC

এবারের এই ফুটবল সিজনের প্রথম থেকেই ব্যাপক ছন্দে রয়েছে মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC)। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও পরবর্তীতে প্রিমিয়ার ডিভিশন লিগে ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারিয়ে খেতাব নিশ্চিত করে রেড রোডের এই ফুটবল ক্লাব। যারফলে, কয়েক দশক পর টানা তিনবার কলকাতা লিগ জয় নিশ্চিত করে সাদা-কালো ব্রিগেড।

তবে সেখানেই শেষ নয়, এবারের আইলিগে ও সেই পারফরম্যান্স ধরে রাখাই অন্যতম লক্ষ্য ছিল আন্দ্রে চেরনিশভের ছেলেদের। সেইমতো একের পর এক ম্যাচ জয় করে চলেছে মহামেডান স্পোটিং ক্লাব। প্রথমে আইলিগ জয়ী আইজল এফসিকে হারিয়ে নিজেদের যাত্রা শুরু করে সাদা-কালো ব্রিগেড। তারপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শিলং লাজং এফসির বিপক্ষে ড্র করতে হলেও তৃতীয় ম্যাচে সুদেবা দিল্লির বিপক্ষে বড় ব্যবধানে জয় পায় ডেভিডরা। এমনকি পরবর্তীতে নিজেদের অ্যাওয়ে ম্যাচে চার্চিল ব্রাদার্স ও রাজস্থান ইউনাইটেডের মতো দলকে ও ধরাশায়ী করে আসে কলকাতা ময়দানের এই প্রধান।

তারপর ছিল সাময়িক ছুটি। সেই সময় মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখলেও বর্তমানে সেখানে স্থান করে নিয়েছে শক্তিশালী শ্রীনিধি ডেকান। যদিও সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে শ্রীনিধি। অপরদিকে সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলে রয়েছে মহামেডান। আজ বিকেলে তারা মুখোমুখি হতে চলেছে এই ফুটবল দলের সঙ্গে। জিতলে লিগ টেবিলের শীর্ষে আবারও ফিরে যাবে দিপু-ডেভিডরা। এখন সেই দিকেই বাড়তি নজর সকলের। বেশকিছুটা সময় ছুটি থাকার পর আবার ও খেলতে নামছে সাদা-কালো শিবির। তাই তার আগে খেলোয়াড়দের বিশেষ অনুশীলন করান চেরনিশভ। তবে ম্যাচের আগে যথেষ্ট সাবধানী মনোভাবে দেখা যায় সাদা-কালো তারকা শেখ ফৈয়াজকে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শেষ ম্যাচের পর আমাদের অনেকটাই সময় ছিল। আমরা দুজনেই যথেষ্ট ভালো দল। বলতে গেলে আমরা দুজনেই সমান পরিস্থিতিতে আছি। আমার মনে হয় এটা একটা বড় ম্যাচ হবে। তাছাড়া লিগের প্রথমে থাকার ভাবনা ওদের ও আছে। আমরাও অনেকটাই প্রস্তুত। পাশাপাশি নিজেদের তৈরি করার ও অনেক সুযোগ পেয়েছি আমরা। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।