এবার চাল রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করবে মোদী সরকার!

  এবার চাল রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করবে মোদী সরকার! গত মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। চলতি আর্থিক বছরে স্বাভাবিকের চেয়ে কম ফলন…

 

এবার চাল রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করবে মোদী সরকার! গত মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার। চলতি আর্থিক বছরে স্বাভাবিকের চেয়ে কম ফলন এবং অপর্যাপ্ত ফসলের মজুদের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে মুদ্রাস্ফীতির চাপও সরকারকে নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য করেছে। রাশিয়া এবং ইউক্রেন বিশ্বের বৃহত্তম ফসল সরবরাহকারী দেশ। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ফলে প্রশ্ন উঠছে যে গমের পর এবার রফতানির ওপরেও কি নিষেধাজ্ঞা জারি করবে কেন্দ্র?

 

গমের পর এখন চালের উপরও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। ভারত সরকারও কি চাল রফতানি বন্ধ করে দেবে? যদিও এর উত্তর দিলেন খাদ্যসচিব সুধাংশু পান্ডে। তিনি বলেন, ‘আমাদের কাছে চালের পর্যাপ্ত মজুদ রয়েছে ৷ তাই এমন কোনও পরিকল্পনা নেই ৷’

ভারতই বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ৷ অনেক দেশই পুরোপুরি ভারতীয় চালের উপর নির্ভরশীল। ভবিষ্যতে যদি কোনও কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে এই দেশগুলির উপর অনেক চাপ পড়বে কারণ যুদ্ধের কারণে এই দেশগুলি ইতিমধ্যেই ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে।

জানা গিয়েছে, ২০২১ সালে ভারতের চাল রফতানির পরিমাণ ছিল ২ কোটি ১৫ লাখ টন। এটি পরবর্তী চারটি রপ্তানিকারক থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানির চেয়ে বেশি ছিল। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চালের ভোক্তা, চিনের পরে দ্বিতীয়। ২০০৭ সালে, যখন ভারত চাল রপ্তানি নিষিদ্ধ করে, তখন সারা বিশ্বে দাম দ্রুত বৃদ্ধি পায়। ভারত বিশ্বের ১৫০টিরও বেশি দেশে চাল রপ্তানি করে।