Ukraine War: রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় জ্বালানি মূল্যে সংকট শুরু , ভারত চিন্তিত

শুরু হয়ে গেল জ্বালানি মূল্যে আগুন ধরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির রিপোর্ট, রুশ জ্বালানির আমদানি নিষেধাজ্ঞা জারির পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে অপরিশোধিত জ্বালানি মূল্য। শেয়ার বাজারে…

petrol prices

শুরু হয়ে গেল জ্বালানি মূল্যে আগুন ধরা। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির রিপোর্ট, রুশ জ্বালানির আমদানি নিষেধাজ্ঞা জারির পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ছে অপরিশোধিত জ্বালানি মূল্য। শেয়ার বাজারে ধস নামার ইঙ্গিত।

মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ব্রিটেনের তরফেও রাশিয়ায় তেল ও গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে রাশিয়ার হুমকি, নিষেধাজ্ঞার প্রতিবাদে রফতানি বন্ধ করলেই পুরো ইউরোপে জ্বালানি সংকট হবে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলির রিপোর্ট, রুশ জ্বালানি না মিললে ইউরোপ জুড়ে শুরু হবে হাহাকার। প্রভাব পড়বে বিশ্ব জুড়ে। কারণ, সৌদি আরবের পর রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অপরিশোধিত জ্বালানি সরবরাহকারী দেশ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

কী অবস্থায় ভারত?

ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য দেশে অশোধিত তেলের কোন ঘাটতি যাতে না হয় তার জন্য সরকার তৈরি। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন একথা। তিনি বলেন, জ্বালানির চাহিদা মেটাতে ৮৫ শতাংশ তেল এবং ৫৫ শতাংশ গ্যাস আমদানি করা হয়। এই আমদানির যাতে ঘাটতি না হয় সেটি কেন্দ্র তা দেখবে। আন্তর্জাতিক পরিস্থিতি এবং তেল বিপণন সংস্থাগুলির সিদ্ধান্তের ওপর পেট্রো পণ্যের দাম নির্ভর করছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পেট্রোল ডিজেলের দাম না বাড়ানোর অভিযোগ খন্ডন করেছেন পেট্রোলিয়াম মন্ত্রী পুরী।তিনি জানান, দামের বিষয়টি তেল কোম্পানিগুলির ওপর নির্ভর করে।