Mohun Bagan: বাগানের প্রাক্তন ফুটবলার রুখে দিতে পারেন দিমি-কাউকোদের

লড়াই সেয়ানে সেয়ানে। দুই পর্বের সেমিফাইনালের আজ প্রথম ম্যাচ। যে জিতবে তারা এক পা বাড়িয়ে রাখবে ফাইনাল স্টেজে যাওয়ার দিকে। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট…

amarinder singh football

লড়াই সেয়ানে সেয়ানে। দুই পর্বের সেমিফাইনালের আজ প্রথম ম্যাচ। যে জিতবে তারা এক পা বাড়িয়ে রাখবে ফাইনাল স্টেজে যাওয়ার দিকে। মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট নাকি ওড়িশা এফসি, কোন দল জিতবে আজকে? ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন একাধিক ফুটবলার।

সবুজ মেরুন ব্রিগেডের সামনে প্রাচীর হয়ে উঠতে পারেন মোহনবাগানের প্রাক্তন এক ফুটবলার। তিনি অমরিন্দর সিং। অমরিন্দর ফর্মে থাকলে ব্যর্থ করে দিতে পারেন দিমি পেত্রাতস, জনি কাউকো, জেসন কামিন্সদের প্রচেষ্টা। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘গোল্ডেন গ্লাভসের জন্য প্রায় প্রতি বছরই প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি খুশি। সত্যি কথা বলতে, গোল্ডেন গ্লাভস জেতা আমার প্রথম লক্ষ্য নয়। দলের হয়ে ট্রফি জিততে পারলে আমি সব সময়ই খুশি হই… ক্লিন শিট রাখতে পারলে দলের জন্য ভালো হবে। আমার মূল লক্ষ্য আইএসএল ট্রফি।’

ইন্ডিয়ান সুপার লিগে যে ক’জন গোলরক্ষক ধারাবাহিকভাবে খেলছেন তাঁদের মধ্যে অমরিন্দর সিং অন্যতম। এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন এক সময়। ২০২১-২২ মরসুমে বাগানের হয়ে খেলেছিলেন। ২০১৫-১৬ আই লিগ, ২০১৬ ইন্ডিয়ান সুপার লিগ, ২০২৩ সুপার কাপে সেরা গোলরক্ষকের সম্মান জিতেছেন অমরিন্দর।

ক্লিন শিট রাখার ব্যাপারে চলতি ইন্ডিয়ান সুপার লিগে এগিয়ে রয়েছেন অমরিন্দর সিং। ৯টি ম্যাচে দলকে কোনও গোল হজম করতে দেননি তিনি। এবারের টুর্নামেন্টে সেভ করেছেন মোট ৬৯ বার। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও নিজেদের গোল দূর্গ অক্ষত রাখতে চাইছেন অমরিন্দর।