Weather update :জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দেখে নিন আপনার জেলার কী অবস্থা

এ যেন বিষের ওপর বিষফোঁড়া। বাংলা গত দুদিন ধরে পারদ এক-দু ডিগ্রি নামার ফলে একটু আশার আলো দেখেছিল রাজ্যবাসী। কিন্তু সে আশায় একদম জল ঢেলে…

এ যেন বিষের ওপর বিষফোঁড়া। বাংলা গত দুদিন ধরে পারদ এক-দু ডিগ্রি নামার ফলে একটু আশার আলো দেখেছিল রাজ্যবাসী। কিন্তু সে আশায় একদম জল ঢেলে দিল আবহাওয়া দপ্তর। তাদের ইঙ্গিত আগামী কয়েকদিনে পারদ আরও চড়বে। একদম ঝোড়ো ব্যাটিং শুরু করবে গ্রীষ্ম। যার ফলে জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিল হাওয়া অফিস। একদম জেলা ধরে হলুদ, কমলা, লাল এই তিন স্তরে ভাগ করে দেওয়া হলো। লাল সতর্কতা মানে তীব্র তাপপ্রবাহ। সতর্কতার রং কমলা হলে তীব্রতা কিছুটা কম। আর হলুদ মানে শুধুই তাপপ্রবাহ। তবে তাপপ্রবাহ মানেই শুকনো গরম হাওয়া।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামী তিন দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের ৪ জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পর্যন্ত ১৮ জেলায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। প্রায় বলা যেতে পারে শুধু দক্ষিণবঙ্গও না। উত্তরেও থাবা বসাবে তাপপ্রবাহ।

 

জানা গিয়েছে বুধবার লাল সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে এবং কমলা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। হলুদ সতর্কতা জারি হয়েছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। বৃহস্পতিবার লাল সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে এবং কমলা সতর্কতা রয়েছেদক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও। তবে হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর। শুক্রবার এবং শনিবার কমলা সতর্কতা আছে দক্ষিণবঙ্গের সিংহভাগ জেলাতে। এবং হলুদ সতর্কতা উত্তর দিনাজপুরে। কমলা সতর্কতা থাকছে মালদহ ও দক্ষিণ দিনাজপুরে।