CPIM: বাম আমলের ফাইল হারানো নিয়ে মিথ্যে বলছেন মমতা, সুজনের চ্যালেঞ্জ

শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বাম আমলের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি মন্তব্য৷ তুলে…

শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বাম আমলের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি মন্তব্য৷ তুলে ধরেন বাম আমলের একাধিক অভিযোগের কথা। এদিন মমতর বিরুদ্ধে পাল্টা তোপ দাগলে সিপিআইএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

বর্ষীয়ান বাম নেতার কথায়, এখন আমি যা দেখছি৷ ২০১১ সালে মুখ্যমন্ত্রী হয়েছেন, ১১ বছর পর ওনার মনে পড়ে গেল ১১ বছর আগেকার ২০ বছরে কী হয়েছিল৷ ১৯৯১/৯২ সালের একটা আধটা কথা বলছেন, সেগুলো বস্তা পচা। এই ধরা যাক, বাজারে একটা কথা চলছে, বুদ্ধদেব বাবু যেদিন রাইটার্স থেকে বেরিয়ে ট্যক্সি করে বাড়ি গেলেন তারপরের দিন কোনও একটা খবরের কাগজ, কেউ লিখেছিল? বুদ্ধদেব বাবু বলেছেন, চোরেদের সরকার। ইলেকট্রনিক মিডিয়া নয় অত স্ট্রং ছিল না। পরে কোন একটি পত্রিকায় লেখা হল, বাকি অন্য কোনও পত্রিকায় তো লেখা হয়নি৷ কেন লেখেনি। কেউ তো লিখল না। পরে আবিষ্কৃত হয়েছে৷ অন্যান্য কাগজে মুখ্যমন্ত্রীর মেয়ের বয়ান নিয়ে শব্দ বেরিয়েছিল৷ যার কোনও ভিত্তি নেই৷ এই সবগুলো রোজ রোজ বলে মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে৷

সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে আমরা আবারও চ্যালেঞ্জ করছি যে কোনও সরকারের তদন্ত করিয়ে দেখুন৷ মুখ্যমন্ত্রী হয়েছেন ২০১১ সালে। সাঁইবাড়ির ঘটনা ৭০ এর দশকে৷ মরীচঝাঁপি ৭০ এর দশকের ঘটনা৷ ৭০ এর ঘটনা নিয়েও কমিশন গড়েছেন। সেই রিপোর্টও প্রকাশ করেননি। আজও গোপন রাখা হয়েছে৷ তাহলে কেন এত অযথা অসত্য কথা বলছেন? ধরা পড়ে যাচ্ছেন! মানুষের টাকা দিয়ে শুধু কমিশন গড়েছেন৷ বিন্দু বিসর্গ উনি যা বলছেন, কখনও কোনদিন খুঁজে বের করতে পারেননি৷ উনি যে মিথ্যে কথা বলছেন স্পষ্ট হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাম আমলের কথা তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, বাম তারপরেও আপনারা জানেন অনেক ডিপার্টমেন্ট আছে সিপিএম চলে গেলেও যে অত্যাচার আমাদের সঙ্গে করেছে, আমরা তো কারোর চাকরি খাইনি। তাঁরা নিচে বসে আছে গেটে এখনও। সিপিএম আমলের একটা খুঁজে পান তো আলমারি। একটা কাগজ, একটা কাগজ পাবেন না। কাগজ আছে বলেই তো আপনি ভুলটা ধরতে পারছেন। আমাদের আমলে কাগজটা আছে। ওদের আমলে কাগজ একটাও নেই। আমরা পাইনি। আমরা ফাইল পাইনি। আমরা আলমারি পাইনি। আমরা কিছু দেখতে পাইনি।

একইসঙ্গে তিনি বলেন, বুদ্ধদেব বাবুর কথা মনে আছে চোরেদের মন্ত্রীসভায় থাকব না। বিনয় চৌধুরীর কথা মনে পড়ে? গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট ফর দ্য কন্ট্রাক্টরস, গভর্মেন্ট বাই দ্য কন্ট্রাক্টরস। আমার একটু একটু মনে পড়ে। কারণ, আমি মার খেতে খেতে এই জায়গায় উঠে এসেছি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড়। সুজনের চ্যালেঞ্জে হাওয়া আরও গরম।