বেঙ্গালুরু বধের পর নিজেদের জয়ের ধারা বজায় রাখল এফসি গোয়া (FC Goa )। বুধবার জওহরলাল নেহরু ফতৌদা স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নেমেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নেয় সন্দেহ ঝিঙ্গানরা। এদিন ও নিজের ছন্দ বজায় রেখে গোল করে যান আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। পাশাপাশি দলের হয়ে দ্বিতীয় গোল করে যান ইকার গোয়ারেট্যাকসেনা।
Also Read | পাঞ্জাব বধে প্রথম তিনে মনোলোর গোয়া, অপরিবর্তিত থাকল মোহনবাগান
অপরদিকে পাঞ্জাবের হয়ে গোল করেন আসমির সুলজিচ। একটা সময় এই তারকা ফুটবলারের করা গোলেই এগিয়ে ছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেই গোলের প্রায় মিনিট দশেক মধ্যেই গোল করে দলকে সমতায় ফেরান আর্মান্দো সাদিকু। তারপর থেকে সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে গোয়া শিবির। প্রথমার্ধের শেষে ১-১ গোলের অমীমাংসিত ফলাফল থাকলেও সময় এগোনোর সাথে সাথেই প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন মহম্মদ ইয়াসির থেকে শুরু করে দিজন ড্রাজিচরা।
Also Read | মালয়েশিয়া ম্যাচের আগে ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন মানোলো
যারফলে অনায়াসেই দ্বিতীয় গোল তুলে নেয় গোয়া শিবির। শেষ পর্যন্ত এই ব্যবধান বজায় রেখেই জয় সুনিশ্চিত করে আইএসএলের এই ফুটবল ক্লাব। সেই সুবাদেই ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসলো এফসি গোয়া। নয়া সিজনের শুরুটা খুব একটা মধুর না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে আইএসএলের এই ফুটবল ক্লাব। শক্তিশালী ইস্টবেঙ্গল দলকে পরাজিত করার পাশাপাশি গত ম্যাচে অপরাজিত বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সকলকে চমকে দিয়েছিল মানোলোর ছেলেরা।
Also Read | মালেশিয়ার বিপক্ষে খেলা সম্ভাব্য ভারতীয় ফুটবল দল বাঙালিহীন !
সেই বাড়তি আত্মবিশ্বাসেই শক্তিশালী পাঞ্জাবকে রুখে দিল গোয়া। দলের এই অভূতপূর্ব পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে যোগদান করে প্রথমবারের মতো আইএসএল খেলতে এসেছিলেন এই তারকা। সেইবার খুব একটা সাফল্য না পেলেও এবার এফসি গোয়ার জার্সিতে বারংবার নিজের জাত চিনিয়ে যাচ্ছেন এই হেভিওয়েট ফুটবলার। বর্তমানে আলাউদ্দিন আজিরেইকে পিছনে ফেলে টানা আটটি ম্যাচে গোল করে ফেললেন সাদিকু।