Goa: দল ভাঙনের হিড়িকেও নতুন ভোরের স্বপ্নে অভিষেক

গোয়াতেও ‘খেলা’ শুরু করেছে তৃণমূল(Trinamool Congress)। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতি। রাজ্যে বেড়েছে নেতৃত্বের আনাগোনা। ‘দলভারী’ করতে নিজে উদ্যোগী হয়েছেন তৃণমূল…

গোয়াতেও ‘খেলা’ শুরু করেছে তৃণমূল(Trinamool Congress)। আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে জমে উঠেছে রাজ্য রাজনীতি। রাজ্যে বেড়েছে নেতৃত্বের আনাগোনা। ‘দলভারী’ করতে নিজে উদ্যোগী হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রাজ্যে গিয়ে ঘুরে এসেছেন মমতা (Mamata Banerjee)। গোয়ার বেশ কয়েকজন প্রাক্তন নেতা মন্ত্রী দলে যোগদান করলেও কয়েকদিনের ব্যবধানে দল ছেড়ে বেরিয়েও এসেছেন। এরই মাঝে ফের গোয়া সফরে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বৃহস্পতিবার পানাজিতে বলেন, ‘গোয়ায় (Goa assembly election) নতুন ভোর আনবে তৃণমূল। কংগ্রেস, আপ অভিযোগ করছে যে ভোট ভাগ করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই তৃণমূলের। বিজেপিকে হারাতে সবাইকে আহ্বান জানিয়েছিলেন মমতা। গোয়ায় গত মাসে শূন্য থেকে লড়াই শুরু করেছে দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোয়ায় পরিবর্তন আসবে, পরিবর্তনের জন্য তৈরি গোয়া। গোয়ায় প্রার্থীদের প্রথম তালিকা ঘোষণা করেছে তৃণমূল।’

তিনি আরো বলেন, ‘তৃণমূল চেয়েছিল সব বিরোধী দল একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। এখানে ইগোর কোনও প্রশ্নই নেই। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে। কেউ কেউ মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে। চিদাম্বরমকে সম্মান করি কিন্তু তিনিও মানুষকে ভুল পথে চালিত করার চেষ্টা চালাচ্ছেন। কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট। আমাদের লক্ষ্যই ঝল গোয়াবাসীর অধিকার ফেরানো।’