Brahmos: আবারও নতুন মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত

মেক ইন ইন্ডিয়ার মুকুটে আরও একটি পালক জুড়ল। আবারও ব্রাহ্মোস (Brahmos Missile) মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিআরডিও (DRDO) বালাসোরে ওড়িশার উপকূলে…

মেক ইন ইন্ডিয়ার মুকুটে আরও একটি পালক জুড়ল। আবারও ব্রাহ্মোস (Brahmos Missile) মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত। জানা গিয়েছে, বৃহস্পতিবার ডিআরডিও (DRDO) বালাসোরে ওড়িশার উপকূলে ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন সংস্করণ সফলভাবে পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটি নতুন প্রযুক্তিগত উন্নয়ন দিয়ে সজ্জিত ছিল যা সফলভাবে প্রমাণিত হয়েছে বলে খবর।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই নতুন ব্রাহ্মোস (Brahmos Missile) হল ব্লক ৪ ভেরিয়েন্ট যা মাচ ৪ এর কাছাকাছি ভ্রমণ করতে পারে এবং এর পরিসীমা প্রায় ৮০০ কিলোমিটার। ভারতের এহেন সফল উৎক্ষেপণের ফলে যে শত্রু দেশগুলির রাতের ঘুম উড়বে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম (INS Vishakhapattanam) যুদ্ধজাহাজ থেকে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত। সেইসময় এক ডিআরডি কর্তা জানান, “ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নত সমুদ্র থেকে সমুদ্র রূপ আজ আইএনএস বিশাখাপত্তনম থেকে পরীক্ষা করা হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানে।”

এর আগে ২০২১ সালের ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পারমাণবিক প্রতিরোধ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন যে ভারত ব্রাহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদনের অপেক্ষায় রয়েছে যাতে কোনও শত্রু দেশ ভারতের ওপর অশুভ নজর রাখতে না পারে। লখনউয়ে ডিফেন্স টেকনোলজিস অ্যান্ড টেস্ট সেন্টার এবং ব্রাহ্মস ম্যানুফ্যাকচারিং সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ক্ষেপণাস্ত্র তৈরির লক্ষ্য কাউকে আক্রমণ করা নয়, দেশের নিরাপত্তা নিশ্চিত করা। বিশিষ্ট মহলের দাবি, এই ব্রাহ্মস ভারতের কাছে ‘ব্রহ্মাস্ত্র’-এর সমান।