Pakistan: লাহোরে ভারতীয় পণ্য বিক্রির দোকানে বিস্ফোরণ, জঙ্গি নাশকতা

বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের অন্যতম নগরী লাহোর। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন গুরুতর জখম। বিস্ফোরণের পিছনে কি উদ্দেশ্য ছিল তা…

বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের অন্যতম নগরী লাহোর। বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে এবং ২৭ জন গুরুতর জখম। বিস্ফোরণের পিছনে কি উদ্দেশ্য ছিল তা এখনও স্পষ্ট নয়।

বৃহস্পতিবার দুপুরে লাহোরের বিখ্যাত আনারকালি বাজারে হঠাৎ বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, ওই বাজারের একটি পান মান্ডির সামনেই বিস্ফোরণ হয় যেখানে নানা ভারতীয় পণ্য বিক্রি হত।

লাহোর পুলিশের তরফে জানানো হয়েছে, একটি মোটরসাইকেলে বোমা লাগানো ছিল। ওই এলাকায় আর বোম আছে কিনা তা খুঁজে বার করতে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘প্রচণ্ড জোরে বিস্ফোরণ হয় এবং তীব্রতা এতোটাই ছিল যে তিনি জিনিসগুলিকে হাওয়ায় ভেসে থাকতে দেখা যায়। এমনকি বিস্ফোরণের জেরে ওই এলাকায় মাটির মধ্যে গভীর গর্ত তৈরি হয়েছে।

লাহোরের আনারকলি বাজার যথেষ্ট জনবহুল এলাকা। প্রতিদিনই বহু মানুষ এখানে আসেন। মূলত এই কারণেই এই এলাকাটিকে বিস্ফোরণের জন্য বেছে নেওয়া হয়েছে। পাকিস্তান পাঞ্জাব প্রদেশ সরকার জঙ্গি নাশকতার আশঙ্কা করছে। ইতিমধ্যেই পাকিস্তানকে এ বিষয় জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করা হয়েছে। আহতদের নিকটবর্তী মায়ো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।