SFI নেতা আনিস হত্যায় তৃণমূলকে জড়িয়ে বিস্ফোরক শমীক ভট্টাচার্য

explosive-shamik-bhattacharya

পুরনির্বাচনের প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। আনিস খানের হত্যায় তৃণমূলের হাত আছে বলে দাবি তাঁর।

বুধবার দলীয় প্রার্থীর মনোবল বাড়াতে প্রচারে আসেন তিনি। তাঁর দাবি, মানুষ তৃণমূলের আসল রূপের সঙ্গে পরিচিত হচ্ছে। তাই বেশিদিন আর ক্ষমতা ধরে রাখতে পারবে না। নদীয়ায় দলীয় প্রার্থীর প্রচারে এসে শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল নেতারা যেভাবে বিবৃতি দিচ্ছে তাতে স্পষ্ট আনিস খান খুনের ঘটনায় তাঁরাই জড়িত। রাজ্য পুলিশের ওপর তদন্তের কোন ভরসা রাখা যায় না।

   

সিপিআইএমকেও কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।‌বলেন, আনিস ইস্যুতে গোটা রাজ্য যখন তোলপাড় সেইসময়ে সিপিআইএম ঘোলা জলে মাছ ধরতে রাস্তায় নেমে পড়েছে। তবে এই ঘটনায় একমাত্র বিজেপি সত্য পথে চলবে বলেও জানান শমীক ভট্টাচার্য।

বুধবার আমতার দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন সিভিক ভলেন্টিয়ার এবং আরেকজন হোমগার্ড। আনিসের পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন