SC East Bengal: খারাপ সময়েও আইএসএল-এ নজির গড়ল লাল হলুদ

ইন্ডিয়ান সুপার লিগে নজির গড়ল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লিগের ইতিহাসে এই প্রথম কোনো নেপালি ফুটবলারকে সই করানো হল। এর আগে নেপালের কোনো ফুটবলারের…

SC East Bengal

ইন্ডিয়ান সুপার লিগে নজির গড়ল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। লিগের ইতিহাসে এই প্রথম কোনো নেপালি ফুটবলারকে সই করানো হল। এর আগে নেপালের কোনো ফুটবলারের নাম লিগের খাতায় নাম তোলেননি। 

অতীতে বিমল মগরকে দেখেছিল কলকাতা ময়দান। মোহনবাগান সই করিয়েছিল। কিন্তু সেটা আইএসএল -এ নয়। অন্তত তামাং নেপালের প্রথম ফুটবলার যিনি ইন্ডিয়ান সুপার লিগে যোগ দিলেন।

   

অনন্তর বয়স মাত্র ২৪ । কিন্তু ইতিমধ্যে নজর কেড়েছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন ৪৩ টি ম্যাচ। এছাড়াও বয়স ভিত্তিক দলেও তিনি খেলেছেন অতীতে। 

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে ছিলেন নেপালের প্রথম সারির দল থ্রি স্টার ক্লাবে। চলতি মরশুমে এখনও পর্যন্ত খেলেছেন সাতটি ম্যাচ। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন প্রথম একাদশ থেকে। ইস্টবেঙ্গলের মরশুম শেষ হওয়ার পর এপ্রিলে ফের নেপালে ফিরে যাবেন বলে মনে করা হচ্ছে।

অঙ্কের বিচারে টুর্নামেন্টে টিক থাকার আর সম্ভবনা নেই ইস্টবেঙ্গলের। গ্রুপ পর্বে বাকি আর দুটি ম্যাচ। তবুও কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে যোগ দিয়ে খুশি অনন্ত। তিনি বলেছেন, ‘ এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি খুশি। ক্লাবের জন্য কিছু করার যথাসম্ভব চেষ্টা করবো।আমার কাছে এ এক গর্বের মুহূর্ত।’