Viral: কচুরির ‘লোভে’ থামছে একের পর এক ট্রেন

  কচুরির ‘লোভে’ সিগন্যালে থামছে একের পর এক ট্রেন! হ্যাঁ কথাটা শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে…

 

কচুরির ‘লোভে’ সিগন্যালে থামছে একের পর এক ট্রেন! হ্যাঁ কথাটা শুনতে অবাক লাগলেও এটা সত্যি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন লোকো পাইলট একটি ট্রেনকে একটি রেল ক্রসিংয়ে থামিয়ে দেয়।

ক্রসিংয়ের উভয় পাশে যাত্রীরা ধৈর্য ধরে অপেক্ষা করছেন। এদিকে ওই লোকো পাইলটটি ক্রমশ ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে, তিনি আলওয়ারের বিখ্যাত খাস্তাকচৌরির একটি প্যাকেট ইঞ্জিনের কম্পার্টমেন্টে থাকা কারও হাতে তুলে দেন এবং চলে যান। এর পর সেই ট্রেনটি হর্ন বাজিয়ে ফের চলাচল শুরু করে। এহেন ঘটনা রোজ আলওয়ারের দাউদপুর ক্রসিংয়ে হয়।

এক রিপোর্ট অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টার দিকে ক্রসিং গেটগুলো নামিয়ে দেওয়া হয়, যাতে ট্রেন চালকের কাছে প্রাতঃরাশ পৌঁছে দেওয়া যায়। ক্রসিংয়ে নিযুক্ত রেলকর্মীরাই পাশের দোকান থেকে কচুরি কিনে ট্রেনে পৌঁছে দেন। এদিকে, চালকের প্রাতঃরাশের জন্য প্রতিদিন সকালে শত শত যাত্রী অসুবিধায় পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

এহেন ভিডিও দেখে নেটিজেনদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। কেউ কেউ এই ঘটনা নিছক হাসির ছলে নিয়েছেন, আবার নেট দুনিয়ার একাংশ যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।