Tripura: ত্রিপুরার বিরোধী দলনেতা বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী? সিপিআইএমের সামনে কোন সুযোগ?

বিরাট রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। ত্রিপুরার (Tripura) প্রধান বিরোধী দল সামিল হচ্ছে সরকারে! এমন রাজনৈতিক ম্যাজিক ত্রিপুরা কেন দেশের অন্য কোনও রাজ্যে হয়েছে কিনা তার নথি…

CPIM vs BJP in Tripura

বিরাট রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। ত্রিপুরার (Tripura) প্রধান বিরোধী দল সামিল হচ্ছে সরকারে! এমন রাজনৈতিক ম্যাজিক ত্রিপুরা কেন দেশের অন্য কোনও রাজ্যে হয়েছে কিনা তার নথি খুঁজতে গিয়ে ঘাম ছুটছে বিশ্লেষকদের। আগরতলার রাজনীতিতে প্রবল আলোড়নের বিষয় রাজ্যের বিজেপি জোট সরকারের উপমুখ্যমন্ত্রী পদটি পেতে চলেছেন বিরোধী দলনেতা। বিরোধী দল তিপ্রা মথা পুরোপুরি সামিল হচ্ছে সরকারে।

এই রাজনৈতিক চমক তৈরি করছে আরও একটি চমকদার রাজনৈতিক সম্ভাবনা। ত্রিপুরায় ফের প্রধান বিরোধী দল হতে চলেছে সিপিআইএম। ত্রিপুরায় গত বিধানসভা ভোটে তিপ্রা মথা নজির গড়ে প্রধান বিরোধী দল হয়। আর বিরোধী আসন থেকে নেমে যায় সিপিআইএম। এ রাজ্যে গত ২০১৮ সাল থেকে পরপর দুবার বিজেপির সরকার ধরে রেখেছে। তার আগে টানা ২৫ বছর ছিল বামফ্রন্টের শাসন।

লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ত্রিপুরার সরকারে থাকা বিজেপি ও বিরোধী দল তিপ্রা মথার মধ্যে চমককদার রাজনৈতিক সমঝোতা হচ্ছে বলে বিশ্নেষণে উঠে আসছে। কারণ, রাজ্যের দুটি আসনের মধ্যে পার্বত্য এলাকার পূর্ব ত্রিপুরা কেন্দ্রটিতে বিজেপির পক্ষে একা জেতার সম্ভাবনা নেই। আর পশ্চিম ত্রিপুরাতেও প্রবল ভোট কাটাকাটির ঝুঁকি থাকছে। সেই ঝুঁকি এড়িয়ে উপজাতি দল তিপ্রা মথার সাথে হাত মিলিয়ে নিতে চলেছে বিজেপি। এক্ষেত্রে মথাকে উপমু়খ্যমন্ত্রী আরও মন্ত্রীর পদ দেবে বিজেপি। এর বদলে তিপ্রা মথা সরাসরি লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন দেবে।

কী ঘটবে ২৮ ডিসেম্বর? ত্রিপুরা প্রদেশ বিজেপি সূত্রে খবর, ওই দিন মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। রবিবার বর্তমান বিরোধী দল তিপ্রা মথা ডেকেছে বিশেষ বৈঠক। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাকে উপমুখ্যমন্ত্রী পদে যোগ দিতে দলীয় বিধায়কদের সহমতি দরকার। সেই বৈঠকে সিদ্ধান্ত পাকা হবে বলে ধারণা। আরও জানা যাচ্ছে, সরকারে যোগ দেওয়ার বিষয়ে তিপ্রা মথার সুপ্রিম নেতা রাজা প্রদ্যোত দেববর্মার সাথে অমিত শাহর চূড়ান্ত আলোচনা হয়েছে।

তিপ্রা মথা সরকারে সামিল হচ্ছে বলেই মনে করছে সিপিআইএম ও কংগ্রেস। সূত্রের খবর, তিপ্রা মথা সরকারে সামিল হলে বিরোধী দলনেতা হিসেবে সিপিআইএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী চলে আসবেন। বিষয়টি নিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টানা কুড়ি বছরের শাসক থাকা মানিক সরকারের সাথে আলোচনা করেছেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।