IND vs SA: আচমকা ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন বাংলার এক ক্রিকেটার

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। এই সিরিজ থেকে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কওয়া (Ruturaj…

Abhimanyu Easwaran

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। এই সিরিজ থেকে বাদ পড়েছেন ঋতুরাজ গায়কওয়া (Ruturaj Gaikwad)ড়। এই সুযোগে অভিমন্যু ঈশ্বরনকে (Abhimanyu Easwaran) ভারতীয় দলে জায়গা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তিনি বর্তমানে ভারত এ দলের অংশ এবং বর্তমানে মূল দলের সাথে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। ভারতীয় ‘এ’ দলে রিঙ্কু সিংকে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোট পেয়েছিলেন ঋতুরাজ। তিনি এখনো পুরোপুরি ফিট হতে পারেনি। এ জন্য বিশ্রাম দিয়েছে টিম ইন্ডিয়া। ঋতুরাজের জায়গায় এসেছেন অভিমন্যু। সম্প্রতি এই আপডেট পাওয়া গেছে। বিসিসিআই তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিম ইন্ডিয়া সম্পর্কে একটি আপডেট প্রকাশ করেছে।

ভারতীয় ‘এ’ দলে রিঙ্কু সিং, সরফরাজ খান, রজত পাতিদার ও আভেশ খানকে রাখা হয়েছে। ঘরোয়া ম্যাচে এই খেলোয়াড়দের রেকর্ড ভালো। ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছেন রিঙ্কু। কিন্তু টেস্টে সুযোগ পাননি। তবে এখন ভারত ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের সঙ্গে রয়েছেন সাই সুদর্শন ও আকাশ দীপও। দল থেকে ছাড়া পেয়েছেন কুলদীপ যাদব।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য ভারত ‘এ’ দল: অভিমন্যু ঈশ্বরন (অধিনায়ক), সাই সুদর্শন, রজত পাতিদার, সরফরাজ খান, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, নভদীপ সাইনি, আকাশ দীপ, বিদ্যাথ কাভারাপ্পা, মানব সুথার, রিঙ্কু সিং।