Pakistan: বিরাট সমর্থক বাহিনী নিয়ে লং মার্চ, ইমরানকে গ্রেফতারের প্রস্তুতি

পাকিস্তান (Pakistan) সরগরম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তেহরিক ই ইনসাফ সমর্থকদের নিয়ে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পরিস্থিতি ক্রমে…

পাকিস্তান (Pakistan) সরগরম। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তেহরিক ই ইনসাফ সমর্থকদের নিয়ে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পরিস্থিতি ক্রমে গরম হচ্ছে। যে কোনও মুহূর্তে ইমরান খানকে গ্রেফতার করা হতে পারে।

পাক সংবাদ মাধ্যমের খবর, বিভিন্ন প্রদেশ থেকে ইসলামাবাদের দিকে হাজার হাজার তেহরিক ই ইনসাফ সমর্থকরা ‘আজাদি জুলুস’ (স্বাধীনতার মিছিল) করছেন। তবে সবথেকে উত্তপ্ত পাঞ্জাব প্রদেশ। এই প্রদেশ থেকে ইসলামাবাদ দিকে যেতে চাওয়া মিছিলকারীদের রুখতে পাক পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ছে। গুলি চলছে বলে অভিযোগ। উত্তেজিত ইমরান সমর্থকরা শুরু করেছেন ভাঙচুর।

   

অন্যদিকে ইসলামাবাদ নিরাপত্তার বলয়ে অবরুদ্ধ।মঙ্গলবার রাতেই পুলিশের অভিযানে বহু পিটিআই সমর্থক গ্রেফতার হয়েছেন। পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে এবার ইমরান খান ও তাঁর সহযোগীদের আটকের পরিকল্পনা করছে সরকার।

নির্বাচিত জোট সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সংখ্যালঘু করে ফেলে দেওয়ার অভিযোগ করেছেন ইমরান খান। তিনি আস্থা ভোটে পরাজিত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন প্রতিপক্ষ জোটের শাহবাজ শরিফ। তাঁর দল পাকিস্তান মুসলিম লীগ (নাওয়াজ) সমর্থকরাও তৈরি ইমরান খানের তেহরিক ই ইনসাফ মিছিল প্রতিহত করতে। শরিফ সরকারের অপর শরিক দল পাকিস্তান পিপলস পার্টির সমর্থকরাও আছেন।

আর নির্বাচনের দাবিতে সরব ইমরান খান জানিয়েছেন ইসলামাবাদ ঘেরাও করা হবে। পাকিস্তানের ইতিহাসে সর্ববৃহৎ জনসমাগম হবে।

এদিকে ইসলামাদে যদি ইমরান খানকে আটক বা গ্রেফতার করা হয় তহলে পরিস্থিতি রক্তাক্ত হতে পারে এমনও আশঙ্কা করছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।এ নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার মধ্যেও আলোচনা হয়েছে। সব ধরনের আলোচনা হওয়ার পরই ইমরান খানকে আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানী ইসলামাবাদ সহ লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইসলামাবাদে আসার প্রধান সড়কগুলো অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ইসলামাবাদের রেড জোন নিরাপত্তায় সেনাবাহিনীর সাহায্য চেয়েছেন শাহবাজ শরিফ।