J&K: জঙ্গি সংগঠনে আর্থিক মদতের অভিযোগে ইয়াসিন মালিকের যাবজ্জীবন

কাশ্মীরের (J&K) বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তার যাবজ্জীবন সাজা হলো। দিল্লির বিশেষ আদালতে ইয়াসিন মালিকের…

কাশ্মীরের (J&K) বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদতের অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তার যাবজ্জীবন সাজা হলো।

দিল্লির বিশেষ আদালতে ইয়াসিন মালিকের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছিল এনআইএ। সেই আবেদনের বদলের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন বিচারক।

জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক সাহায্যের অভিযোগে গত ১৯ মে ইয়াসিন মালিককে দোষী সাব্যস্ত করে আদালত। অভিযোগ, বিপুল অর্থ সংগ্রহ করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করাচ্ছিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক। তার বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা দায়ের করা হয়।

আদালতে ইয়াসিন মালিক বলেন, ১৯৯৪ সাল থেকে সশস্ত্র পথ ছাড়ার পরেই গান্ধীর আদর্শ নিয়ে চলেছেন তিনি। তার দাবি, প্রধানমন্ত্রী থাকাকালীন অটল বিহারি বাজপেয়ী আমাকে পাসপোর্ট দিয়েছিলেন। আমি অপরাধী নই। তাই আমাকে নিজের বয়ান রেকর্ড করার সুযোগ দিয়েছিল ভারত।

ইয়াসিন মালিকের আরও দাবি, গত ২৮ বছরে কোনও রকম সন্ত্রাসী কাজকর্ম অথবা হিংসা, নাশকতায় যদি যুক্ত হয়ে থাকি আমি, এবং তা যদি প্রমাণিত হয়, তাহলে মৃত্যুদণ্ড মেনে নেব।

তবে বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জবীন সাজা হয়েছে খবরে ফের গরম কাশ্মীর। শ্রীনগরের একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। প্রচুর নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।