East Bengal : মমতাকে মাঝখানে রেখে ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে (East Bengal) চূড়ান্ত হল বিনিয়োগকারী। ইমামি (Emami) গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ক্লাব। বুধবার বিকেলে নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।…

East Bengal

ইস্টবেঙ্গলে (East Bengal) চূড়ান্ত হল বিনিয়োগকারী। ইমামি (Emami) গ্রুপের সঙ্গে গাঁটছড়া বাঁধছে ক্লাব। বুধবার বিকেলে নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: East Bengal : বসুন্ধরা জল্পনার মাঝে ভেসে উঠল ইমামি, টেকনো ইন্ডিয়ার নাম

বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আজকে দু’পক্ষই আমার এখানে চা খেতে এসেছিলেন। এবং সেখানে দু৭পক্ষই রাজি হয়েছেন। তার মানে ইন্ডিয়ান সুপার লিগ খেলার ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, সেটা মিটে গেল।”

মুখ্যমন্ত্রীর দুই পাশে ছিলেন ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বসেছিলেন লাল হলুদ কর্তারা এবং বাম দিকে কোম্পানির কর্তারা।

মমতাকে ধন্যবাদ জানিয়েছে দেবব্রত সরকার বলেছেন, “দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোটো করবো না। গত কয়েক বছরে নিরন্তর আমাদের ক্লাবের পাশে থেকেছেন তিনি। উনিই এইমাত্র ব্যতিক্রমী মুখ্যমন্ত্রী যিনি খেলাধুলা নিয়ে ভাবেন। দিদিকে সামনে রেখে ইমামি গ্রুপের সঙ্গে পথ চলার অঙ্গীকার করলাম। আশা করবো দু’জনে মিলে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্স আমরা সুন্দরভাবে তুলে ধরতে পারবো।”