সব টুর্নামেন্টেই খেলবে East Bengal, আশ্বাস দিচ্ছেন দেবব্রত সরকার

ইতিমধ্যে বিভিন্ন দল গুলো নতুন মরশুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার জন্য জোরকদমে দল গঠনের কাজ করছে। তখন এখনও এবিষয়ে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না…

East Bengal- Debabrata Sarkar

ইতিমধ্যে বিভিন্ন দল গুলো নতুন মরশুমে আরও শক্তিশালী হয়ে মাঠে নামার জন্য জোরকদমে দল গঠনের কাজ করছে। তখন এখনও এবিষয়ে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না ইস্টবেঙ্গল (East Bengal)। তাই স্বাভাবিক ভাবেই চিন্তিত ক্লাব সমর্থক’রা। এখনও অবধি ইনভেস্টের ইমামি’র সাথে চুক্তি’ই সাড়েনি বাংলার এই ঐতিহ্যবাহী ক্লাব,ফুটবলার সই করানো তো অনেক দুরের কথা।

যদিও খুব শীঘ্রই সব সমস্যা মিটে যাওয়ার বিষয়ে দারুণ আশাবাদী লালহলুদের কর্মকর্তা দেবব্রত সরকার। চুক্তি হতে এতো বিলম্ব হচ্ছে কেনো ? এই বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, কোনও রকম সমস্যা হওয়ার কারণ তিনি দেখছেন না এখনই,খোদ মুখ‍্যমন্ত্রী নিজে ওনাদের (ইমামি) সাথে কাজ করতে বলেছে।যদিও ক্লাব কর্তৃপক্ষের কাছে আরো দুটো অপশন ছিলো বলেই জানিয়েছেন তিনি।

East Bengal official on Probable investor topic

তবে স্বয়ং মুখ‍্যমন্ত্রী নিজে যখন পরামর্শ দিয়েছেন, তাহলে তাদের উপর ভরসা না করার কোনও কারণ দেখছেন না তিনি।এই যে দুরত্ব তৈরির খবর রটেছে তা খুবই দুঃখজনক বলেই মত তার।

এই চুক্তি জট না কাটার এক কারণ সকল সদস্যরা এখনও অবধি স্থায়ী সিদ্ধান্তে আসতে পারছেন না।এখনও তাদের মতামত নেওয়ার প্রয়োজন আছে বলেই মনে করেন দেবব্রত।তবে জট মিটলেই ক্লাবের ফুটবলের উন্নতির স্বার্থে যা যা করনীয় সবকিছু’ই করবেন তারা।এদিন আশ্বাস দিয়েছেন লাল হলুদের অন‍্যতম কর্মকর্তা।পাশাপাশি তিনি নয়া ইনভেস্টের’রা তাদের সাথে সকল প্রকার সহায়তা করবেন, সেই বিষয়েও আশাবাদী তিনি।