Earn Money Online : বাড়ি বসে টাকা কামান দু’হাত ভরে 

ইন্টারনেটের সৌজন্যে এখন খুলে গিয়েছে উপার্জন করার বিভিন্ন উপায় (Earn Money Online)। বাড়ি বসে সহজেই কাজ করা সম্ভব। দরকার শুধু নেট সংযোগ এবং একটু ক্রিয়েটিভিটির। …

Business Ideas in India

ইন্টারনেটের সৌজন্যে এখন খুলে গিয়েছে উপার্জন করার বিভিন্ন উপায় (Earn Money Online)। বাড়ি বসে সহজেই কাজ করা সম্ভব। দরকার শুধু নেট সংযোগ এবং একটু ক্রিয়েটিভিটির। 

ইন্টারনেটের রোজগারের কিছু উপায় :-

নিজের ইউটিউব চ্যানেল (YouTube Channel)

নিজের ইউটিউব চ্যানেল খুলে প্রচুর উপার্জন করা সম্ভব। কলেজে পড়ার সময় থেকে অনেকে এই উপায়ে নিজের কেরিয়ার গড়েছেন। এখনকার জনপ্রিয় ইউটিউবারদের কেউ কেউ পড়ুয়া অবস্থা থেকেই ইউটিউবে কাজ শুরু করেছিলেন। 

অনলাইন টিউটর (Online Tutoring)

লকডাউনের ফলে এই পেশার চাহিদা অনেক বেড়েছে। ছেলেমেয়েরা অনলাইন ক্লাস করছে বাড়ি বসে। যারা টিউশনি করতেন তাঁরাও ধীরে ধীরে অনলাইন প্ল্যাটফর্ম অভ্যাস করতে শুরু করেছেন। আপনিও হতে পারেন অনলাইন টিউটর। 

কনটেন্ট রাইটিং (Content Writing)

কনটেন্ট রাইটিং এর মার্কেট রয়েছে। বিগত কয়েক বছর ধরে এই পেশার নাম শোনা যাচ্ছে খুব। অতিমারির মধ্যেও ভালই রয়েছে উপার্জনের এই দিক।

গ্রাফিক ডিজাইনার (Graphic Designer)

অনলাইন মাধ্যমে বাজারে আসছে ছোটো বড় বহু কোম্পানি। অনলাইনের ফলে অন্য দেশের কোম্পানির হয়েও কাজ করতে আর কোনো বাধা নেই। গ্রাফিক ডিজাইনারদের জন্য মার্কেটে চাহিদা রয়েছে। পেমেন্টও ভালো।