High Court: নিষ্পত্তি হল না কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত মামলা

আগামী পুর নির্বাচনগুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা সেই মর্মে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সোমবার রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার,…

আগামী পুর নির্বাচনগুলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে কিনা সেই মর্মে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে।
সোমবার রাজ্যের ১০৮ টি পুরসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী এবং মাইক্রো অবজারভার, অবজারভার চেয়ে কলকাতা হাই কোর্টে বিজেপির করা জনস্বার্থ মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ।

এর পাশাপাশি রাজ্যের সদ্য সমাপ্ত হওয়া চার পুরসভা নির্বাচন বাতিল সংক্রান্ত মামলায় সোমবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই মুহূর্তে এই মামলা র কোনও সিদ্ধান্ত নিচ্ছে না আদালত। আগামী দিনে মামলাকারির নতুন করে আবেদনের ভিত্তিতে বেঞ্চ শুনবে।

সম্প্রতি ১০৮ টি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Force) চেয়ে আদালতের দ্বারস্থ হয় বঙ্গ বিজেপি। নির্বাচনের কমপক্ষে ৭২ ঘণ্টা আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি কলকাতা হাইকোর্টে আবেদন করে গেরুয়া শিবির। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করানোর আর্জি জানায় বিজেপি।