রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে মৃত্যু ভারতীয় ছাত্রের

রাশিয়ার বোমাবর্ষণের জেরে প্রথম ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানগউধর নবীনের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র…

রাশিয়ার বোমাবর্ষণের জেরে প্রথম ভারতীয় ছাত্রের মৃত্যু হল ইউক্রেনে। খারকিভে মৃত্যু হয়েছে কর্ণাটকের বাসিন্দা শেখারাপ্পা জ্ঞানগউধর নবীনের। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

সুপার মার্কেটের সামনে রুশ বাহিনীর গুলিতে নিহত হন নবীন। মঙ্গলবার সকাল থেকে ইউক্রেনের সব বড় বড় শহরে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর একটি বড় কনভয় দ্রুত কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

অরিন্দম বাগচী বলেন, ‘খরকিভে যে বিমান হামলা হচ্ছে তাতে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। এই মুহূর্তে মন্ত্রক ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা পড়ুয়ার পরিবারের সঙ্গে আছি।’

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের পরিস্থিতির অবনতির মধ্যে ভারতীয় দূতাবাস আজ একটি পরামর্শ জারি করেছে। এতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের কিয়েভ ত্যাগ করতে হবে। অ্যাডভাইজরিতে লেখা ছিল যে তারা অবিলম্বে কিয়েভ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য যে উপায়গুলি খুঁজে পেয়েছে তা ধরতে হবে। ট্রেন, বাস ইত্যাদিতে ভ্রমণ করার পরামর্শ দেওয়া হয়েছে।