
যতদিন যাচ্ছে বিজেপিতে ততই বাড়ছে বিক্ষুব্ধদের সংখ্যা। তাতেই জরাজীর্ণ অবস্থা বঙ্গ বিজেপির। বিক্ষুব্ধদের তালিকায় নবতম সংযোজন বীরভূমের দাপুটে নেতা দুধকুমার মণ্ডল (Dudhkumar Mandal)। সম্প্রতি জেলা এবং ব্লক কমিটি গঠন নিয়ে নিজের শুভাকাঙ্খীদের বসে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ এখন মুখে কুলুপ আঁটলেন তিনি।
বিজেপির রাজ্য কমিটির সদস্য দুধকুমার মণ্ডল। সম্প্রতি তাঁর ফেসবুক পোস্ট ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল, তাতে অনেকেই মনে করেছিলেন তৃণমূলে যোগদান করতে পারেন তিনি৷ এবিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে কলকাতা ২৪x৭৷ কিন্তু এবিষয়ে একেবারে মুখে কুলুপ আঁটলেন তিনি৷ তিনি বলেন, “আমি এখন কিছু বলব না। কিছু সময় অপেক্ষা করুন। সবটা জানতে পারবেন”।
এমনিতেই দুধকুমার মণ্ডলের পরামর্শে একাধিক বিজেপি নেতারা রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে শুরু করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিজেপির জন্য বড় ধাক্কা হতে পারে৷ তাই সংগঠন সামলাতে এবার কেন্দ্রীয় মন্ত্রীদের রাজ্যে পাঠাচ্ছে দীন দয়াল উপাধ্যায় মার্গের নেতারা। দুধকুমারের রাগ ভাঙানোর দায়িত্ব কী এবার দলের কোনও বড় নেতার ওপরেই বর্তাল? উঠছে প্রশ্ন।
দলের কার্যকলাপ নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন দুধকুমার। এরই নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি করেছেন। তাই আগামী দিনে দুধকুমার মণ্ডলের তৃণমূল কংগ্রেসে যোগ শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
শুধুমাত্র দুধকুমার নয়, বীরভূম বিজেপিতে বিরাট ভাঙন ধরিয়ে বহু নেতা দলবদল করতে পারেন। এই সম্ভাবনা এখন চরমে।










