Health Tips: সকালের খাবার বন্ধ করলে বাড়তে পারে ডায়বেটিস 

আজকাল নিয়মিতভাবে জীবন যাপন (Health tips) অনেকেই করেন না। রাতে ঘুমাতে ঘুমাতে হয়ে যায় বেশ অনেকটা দেরি, এ কারণে সকালে দেরি করেই ঘুম থেকে ওঠেন…

short-samachar

আজকাল নিয়মিতভাবে জীবন যাপন (Health tips) অনেকেই করেন না। রাতে ঘুমাতে ঘুমাতে হয়ে যায় বেশ অনেকটা দেরি, এ কারণে সকালে দেরি করেই ঘুম থেকে ওঠেন । ফলে তড়িঘড়ি করে অফিসকাছারি, স্কুল-কলেজে চলে যান । এতে সকালের খাবার খাওয়ার সময় হয়ে ওঠে না।করা ।কিন্তু এর ফলে ডেকে আনছেন নিজের শরীরের বিপদ।

   

এক গবেষণায় দেখা গেছে, সকালে হাঁটাহাঁটি করলে রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এমনকি, এই অভ্যাস টাইপ টু ডায়াবেটিসের (Diabetes) ঝুঁকিও কমায়।

যুক্তরাষ্ট্রের শিকাগোর নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক সমীক্ষা দেখা গেছে, দিনের মধ্যে খাওয়ার সময়টি যারা মাত্র ১০ ঘণ্টা বা তার কম সময়ে বেঁধে ফেলেছেন (সকাল ৮ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খাওয়া/সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খাওয়া) এবং বাকি সময়ে কোনো খাবার খান না, তাদের রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কাজেই তাদের টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। প্রায় ১০ হাজার পূর্ণবয়স্ক ব্যক্তির ওপর সমীক্ষাটি করা হয়।

তাদের গবেষণায় আরও দেখা গেছে, যারা সকালে সাড়ে ৮টার আগে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করেন, অন্যদের তুলনায় তাদের রক্তে শর্করার মাত্রাও কম থাকে।
গবেষকরা বলছেন, সকাল সাড়ে ৮টার আগে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করলে আপনা শরীর সুস্থ থাকবে। রক্তে ইনসুলিনের মাত্রাও থাকবে নিয়ন্ত্রণে।

কাজেই শরীর সুস্থ রাখতে সকালে কী খাচ্ছেন, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কখন খাচ্ছেন তাও ভীষণ জরুরি। পুষ্টিবিদরা সাধারণত সকালে ভারী খাবার খাওয়ার পরমার্শ দেন। ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে সুজি, ডালিয়া, ওটস জাতীয় খাবার খাওয়া যেতে পারে। ডিমও রাখতে পারেন সকালের খাদ্য তালিকায়।