SSC Scam: টাকার পাহাড় উদ্ধার হতেই দায় ঝাড়ল তৃণমূল, ট্যুইট করে জানালেন কুণাল

শুক্রবার সন্ধে বেলাতেই প্রায় ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক…

partha-kunal

শুক্রবার সন্ধে বেলাতেই প্রায় ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷ ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় (SSC Scam) বাজেয়াপ্ত করেছে ইডি৷ মুহুর্তের মধ্যেই দায় ঝাড়ার চেষ্টা তৃণমূলের।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ট্যুইট করে জানিয়েছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। সকাল থেকেই রাজ্যের ১৩ টি জায়গায় অভিযান শুরু করে ইডি। সকাল বেলাতেই অর্পিতা মুখ্যোপাধ্যায়ের সম্পর্কে তথ্য না পেলেও তল্লাশি অভিযানে নেমে একাধিক তথ্যে অর্পিতার নাম পায় ইডি। সূত্রের খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সোনা, বিদেশী মুদ্রা এবং বেশ কিছু জমির দলিল পাওয়া গেছে।

ইডি সূত্রে খবর, অর্পিতা মুখ্যোপাধ্যায়ের ফ্ল্যাটের একটি ঘরে তালা দেখে সন্দেহ হয় ইডির৷ ঘর খুলতে আলিমারি তল্লাশি করতেই বের হয় টাকা৷ যার আনুমানিক অঙ্ক ২০ কোটি টাকা মনে করা হচ্ছে।