Ukraine War: ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে পালাবেন না, ফেরানো মুশকিল হবে

ইউক্রেনে যুদ্ধ (Ukraine War) চলছে। রাজধানী শহর কিয়েভে হামলা করেছে রাশিয়া। আগামী কয়েকদিন আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় ইউক্রেনে আটকে পড়া…

Ukraine War: ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে পালাবেন না, ফেরানো মুশকিল হবে

ইউক্রেনে যুদ্ধ (Ukraine War) চলছে। রাজধানী শহর কিয়েভে হামলা করেছে রাশিয়া। আগামী কয়েকদিন আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা। এই অবস্থায় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নির্দেশাবলী দিল ভারতীয় দূতাবাস। বলা হয়েছে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করে চলে যাবেন না যে কোনও দেশের সীমান্তে। ফেরানো মুশকিল হবে।

ভারতীয় দূতাবাস জানাচ্ছে, শনিবার দিল্লি থেকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট ও হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে বিশেষ বিমান রওনা হবে।

   

ইউক্রেনের ভারতীয় দূতাবাসের নির্দেশিকা:

ভারত সরকারের আধিকারিক অথবা দূতাবাসের সঙ্গে সমন্বয় না রেখে কেউ যেন ইউক্রেন সীমান্তের দিকে না যায়।

বেশকিছু সীমান্ত চেকপোস্টের পরিস্থিতি স্পর্শকাতর। প্রতিবেশি দেশগুলির সঙ্গে ভারতীয়দের ফেরানো নিয়ে কথাবার্তা চলছে।

আগাম যোগাযোগ না করে যেসব ছাত্রছাত্রী প্রতিবেশি দেশগুলির সীমানার দিকে রওনা হচ্ছেন তাদের সীমান্ত পার করানো মুশকিল হবে।

পূর্ব ইউক্রেনে বসবাসকারী ভারতীয়রা আপাতত ঘরের মধ্যেই থাকুন।

ইউক্রেন সীমা সংলগ্ন প্রতিবেশি দেশগুলো থেকে ভারতীয়দের দেশে ফেরানো হবে।

Advertisements