‘কোনও অবদান নেই মুখ্যমন্ত্রীর’, দুর্গাপুজোর হেরিটেজ তকমা নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপের

২০২১ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কো থেকে। যা নিয়ে গর্বিত বাঙ্গালি। এবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata…

Mamata-Dilip

২০২১ সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে ইউনেস্কো থেকে। যা নিয়ে গর্বিত বাঙ্গালি। এবার এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারকে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু সরকারি স্বীকৃতি দানের অনুষ্ঠান ঘিরে বিতর্ক চরমে।

তৃতীয়বার তৃণমূল কংগ্রেস সরকারের বর্ষপূর্তিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানান, বাংলার দুর্গাপুজোকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছি। গত ১০ বছর ধরে দুর্গাপুজোকে প্রমোট করতে করতে এবং দুর্গাপুজোর কার্নিভাল বিশ্বের দরবারে তুলে ধরে বাংলাকে বিশ্বের কাছে তুলে ধরেছি। এটা তৃণমূল সরকার চেষ্টা করে করেছে। অন্য কারোর অবদান নেই এখানে।

তিনি আরও জানান, যদি থাকে তাহলে পুজো কমিটির, বাংলার মানুষের রয়েছে। অবদান রয়েছে পুজো ক্লাবগুলোর। বাংলা সকলকে নিয়ে চলে। কাউকে কখনও বাদ রাখে না।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ভাব করছেন যেন তিনি বাংলায় দুর্গাপুজো শুরু করেছেন। তিনি পয়সা খরচা করে কার্নিভাল করেন, এমনকি ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে দেন। কিন্তু এই টাকা অন্য খাতে খরচ করলে হয়তো অনেক বেশি লাভ হত।

দিলীপ ঘোষ বলেন, যদি সত্যিই কারোর কৃতিত্ব থেকে থাকে তাহলে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মীনাক্ষী লেখির। তিনি বিশ্ব দরবারে বাংলার দুর্গা পুজোকে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তার ফল এটা। কোন অবদান নেই মুখ্যমন্ত্রীর, অন্যের কৃতিত্ব নিজের নামে নিয়ে ঢোল বাজানোর অভ্যাস মমতার।