সরকার দেশটাকে উল্টোদিকে চালাচ্ছে অনিবার্য পরিণতি ধ্বংস: অরুন্ধতী রায়

একটি বই প্রকাশ অনুষ্ঠানে সরাসরি নাম না করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায়। লেখিকা বলেন, দেশের বর্তমান অবস্থা…

একটি বই প্রকাশ অনুষ্ঠানে সরাসরি নাম না করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় বিঁধলেন বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায়। লেখিকা বলেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে একটা বিমান যেন উল্টো দিকে যাচ্ছে। যার অনিবার্য পরিণতি হল বিমানটি অচিরেই ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, ষাটের দশকে দেশে প্রকৃত বিপ্লবী আন্দোলন হয়েছিল। তখন রাজনৈতিক নেতারা সম্পদ ও জমির পুনর্বণ্টনের কথা বলতেন। কিন্তু এখন নেতারা ৫ কেজি চাল আর ১ কেজি নুন বণ্টন করেই ভোটে বাজিমাত করতে চাইছেন।

বুধবার জেলবন্দি মানবাধিকারকর্মী জিএন সাইবাবার লেখা ‘হোয়াই ডু ইউ ফিয়ার মাই ওয়ে সো মাচ’ বইটি প্রকাশ করেন লেখিকা অরুন্ধতী রায়। ওই বই প্রকাশ অনুষ্ঠানে লেখিকা বলেন, কয়েকদিন আগে আমি আমার এক পাইলট বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি বিমান উল্টোদিকে চালাতে পারবে? তাতে আমার বন্ধু হেসে ওঠে। কিন্তু আমি বলি, আমাদের নেতারা এখন তো দেশটাকে উল্টো দিকেই চালাচ্ছেন। যার স্বাভাবিক পরিণত হল, আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলেছি। সবকিছুই অচিরেই ভেঙে পড়বে।

লেখিকা আরও বলেন ভারতে আইনি ব্যবস্থা যথেষ্ট উন্নত। কিন্তু কারও বিরুদ্ধে আইন কিভাবে প্রযুক্ত হবে সেটা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তির জাত-পাত, শ্রেণি, অর্থ প্রভৃতির উপর। আমি আজ এমন এক অধ্যাপকের লেখা বই উদ্বোধন করছি যিনি ৯০ শতাংশ শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না। অথচ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাঁকে ৭ বছর জেলবন্দি করে রাখা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। এ থেকেই বোঝা যায় আমরা কোন দেশে বাস করছি।

উল্লেখ্য, মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে এই অভিযোগে আনা হয়েছিল সাইবাবার বিরুদ্ধে। ২০১৭ সালে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন। আদালতে প্রমাণ হয় রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই প্রতিবন্ধী অধ্যাপক। আদালত দোষী সাব্যস্ত করায় ২০২১ সালের ৩১ মার্চ চাকরি থেকে বরখাস্ত হন সাইবাবা। তিনি দিল্লির রামলাল আনন্দ কলেজে পড়াতেন।