SAARC চুক্তির আওতায় এক দশক পর শ্রীলঙ্কা থেকে দেশে ফিরছে সাজাপ্রাপ্ত ভারতীয়

সার্ক বন্দী চুক্তির আওতায় শ্রীলঙ্কায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। ১২ ও ১৩ জানুয়ারি তাদের কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর…

সার্ক বন্দী চুক্তির আওতায় শ্রীলঙ্কায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই ভারতীয়কে দেশে ফেরানো হচ্ছে। ১২ ও ১৩ জানুয়ারি তাদের কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে।

ওই দুই আসামীর একজন বিপজ্জনক মাদক আইনের অধীনে অভিযুক্ত। অপরজন মাদকদ্রব্য আমদানির অপরাধে আফিম এবং বিপজ্জনক মাদকদ্রব্য সংশোধন আইনের অধীনে গত ১২ বছর ধরে কারাবন্দী রয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের তাদের দেশে ফেরানোর বিষয়ে ২০১০ সালে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়। সার্ক বন্দী চুক্তি অনুযায়ী স্থানান্তরকারী রাষ্ট্র এবং গ্রহণকারী রাষ্ট্র উভয়েই একাধিক বাধ্যবাধকতা যুক্ত করতে পারে।

   

Advertisements

তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ওই দুই আসামীর ব্যাপারে কোনও তথ্য সামনে আনেনি কোনও দেশেরই পুলিশ।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News