Donald Trump: আধ খাওয়া পিত্‍জা খাওয়ার প্রস্তাব দিতেই বিতর্কে ট্রাম্প

ফের বিতর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারে বের হয়ে কামড়ানো অর্ধেক পিত্‍জা অনুগামীদের খেতে প্রস্তাব দিলেন তিনি।

Donald Trump

ফের বিতর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারে বের হয়ে কামড়ানো অর্ধেক পিত্‍জা অনুগামীদের খেতে প্রস্তাব দিলেন তিনি।

ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্কে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট । আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান হিসেবে ইতিমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প।

Advertisements

অন্য সবাইকে পিছনে ফেলে শুরু করে দিয়েছেন প্রচার। কয়েকদিন আগে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে প্রচারে গিয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। প্রচার শেষে অনুগামীদের নিয়ে একটি পিত্‍জা পার্লারে যান ট্রাম্প (Donald Trump)। একটি পিত্‍জা নিয়ে কামড়ও মারেন। এই সময় তাঁর কামড়ানো পিত্‍জার বাকি অংশ কেউ খাবেন কিনা, প্রশ্ন ছুঁড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisements

ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। সেখানে তাঁর পিত্‍জার বাকি অংশ কেউ খাবেন কিনা, প্রস্তাব দিতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। যদিও তাঁর প্রস্তাবে অনুগামীরা খুশী হয়ে সেখানে উপস্থিত সকলে ট্রাম্প, ট্রাম্প বলে স্লোগান দিতে থাকেন। কিন্ত এই ঘটনায় নিন্দার মুখে পড়েছেন ট্রাম্প।