নিষিদ্ধ সংগঠন PFI ক্যাডারদের ধরতে দেশজুড়ে NIA অভিযান

কেরলের সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ সরকারের চোখে উগ্র ইসলামি চিন্তা নিয়ে চলা পপুলার ফ্রন্ট অফ ইণ্ডিয়া (PFI) আগে থেকেই নিষিদ্ধ। সংগঠনটির  সন্দেহজনক গতিবিধি ও জঙ্গি যোগ…

কেরলের সিপিআইএম নেতৃত্বাধীন এলডিএফ সরকারের চোখে উগ্র ইসলামি চিন্তা নিয়ে চলা পপুলার ফ্রন্ট অফ ইণ্ডিয়া (PFI) আগে থেকেই নিষিদ্ধ। সংগঠনটির  সন্দেহজনক গতিবিধি ও জঙ্গি যোগ সূত্র পেয়ে পরে PFI-তে দেশ জুড়ে নিষিদ্ধ করেছে কেন্দ্র। এই সংগঠনটির বিরুদ্ধে ফের দেশজোড়া অভিযানে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)।

ভারত-নেপাল আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বিহারের বিভিন্ন এলাকায় PFI জাল ছড়ানো আছে। এমন তথ্যের ভিত্তিতে NIA চালাচ্ছে বিশেষ তল্লাশি।

দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে, মঙ্গলবার একযোগে উত্তর প্রদেশ,বিহার, মধ্যপ্রদেশ সহ আরও কিছু রাজ্যে NIA অভিযান চলে।  বিহারে স্থানীয় পুলিশের সহযোগিতায় মতিহারির চকিয়া মহকুমার কুয়াভা গ্রামে সাজ্জাদ আনসারির বাড়িতে সকালে অভিযান শুরু করে NIA

নিষিদ্ধ SIMI-এর সাথে গোপনে সংযোগ করার অভিযোগ আছে PFI সংগঠনের বিরুদ্ধে। সিমির সদস্যরা পিএফআই সদস্য পরিচয় নিয়ে চলে এমনও তথ্য আছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের কাছে। PFI দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী অভিযান চালাচ্ছে NIA

বিহারের মতিহারি ও দারভাঙ্গায় PFI জাল ছড়িয়েছে এই সংবাদ আসার পর  স্থানীয় পুলিশের সহযোগিতায় মতিহারির চকিয়া মহকুমার কুয়াভা গ্রামে সাজ্জাদ আনসারির বাড়িতে সকালে তল্লাশি হয়। ইরশাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। দারভাঙ্গা নগর থানা এলাকার চিকিৎসক সারিক রাজার বাড়িতে এবং মহম্মদের বাড়িতেও অভিযান চালায়। সূত্রের খবর, এই দুজনেরই পিএফআই-এর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্যেও এনআইএ অভিযান চালিয়ে একই ধরনের অভিযান চালানো হচ্ছে। এর আগে পশ্চিমবঙ্গেও PFI ডেরায় অভিযান চালানো হয়।