Pulwama attack: শাহের প্রশ্ন বাণের জবাব জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপালের

রাজ্যপালের পদ ছাড়ার পর পুলওয়ামা হামলা (Pulwama attack) নিয়ে প্রশ্ন তুলেছেন সত্যপাল মালিক (satyapal malik)। এবার তাঁর ভূমিকা নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)।

Former Jammu and Kashmir Governor Satyapal Singh and Home Minister Amit Shah discussing the Pulwama attack.

রাজ্যপালের পদ ছাড়ার পর পুলওয়ামা হামলা (Pulwama attack) নিয়ে প্রশ্ন তুলেছেন সত্যপাল মালিক (satyapal malik)। এবার তাঁর ভূমিকা নিয়ে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। তাঁর প্রশ্ন, সত্যপাল মালিক জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের পদে থাকাকালীন কেন এই বিষয় নিয়ে প্রশ্ন তোলেননি।

অমিত শাহ এই ঘটনা টেনে বলেন,’ ক্ষমতায় যখন আপনি ছিলেন তখন কেন আপনার আত্মা জাগ্রত হল না, এই ধরনের মন্তব্যের বিশ্বাসযোগ্যতা কতটা তা জনগণ, সাংবাদিকদের দেখা উচিত,যদি এই সব সত্যি হয়, তাহলে যখন তিনি রাজ্যপাল ছিলেন, তখন কেন তিনি চুপ করে ছিলেন।’

অমিত শাহ আরও বলেন,’বিজেপির নেতৃত্বাধীন সরকার এমন কোনও কাজ করেনি, যা লুকিয়ে রাখা দরকার। আমাদের সঙ্গ ছেড়ে দেওয়ার পর যদি কেউ কোনও মন্তব্য করেন, তাহলে সেই মন্তব্যগুলির মূল্যায়ন করা প্রয়োজন।’

অমিত শাহের মন্তব্যের পরই সরব হন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক। তিনি বলেন, ‘এটা নিয়ে বলাটা ভুল হচ্ছে, যে আমি যখন পদে ছিলাম না, তখনই এই ইস্যু নিয়ে মুখ খুলেছি।’ রাজস্থানের সিকরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমন দাবি করেন সত্যপাল মালিক।

প্রসঙ্গত, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় জওয়ানদের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সেই সময় জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল মালিক। সম্প্রতি, তিনি দ্য ওয়ার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বিস্ফোরক দাবি করেছেন, পুলওয়ামা হামলা ছিল গোয়েন্দাদের ব্যর্থতা। তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় সরকার তখন এয়ারক্রাফ্টে সেনা জওয়ানের যাতায়াত করতে দেয়নি। আরও

বিস্ফোরক দাবি করে সত্যপাল মালিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের গাফিলতি নিয়ে মুখ খুলতে বারণ করেছিলেন। এর পরেই একটি আর্থিক কেলেঙ্কারির তদন্তে সিবিআই সত্যপাল মালিককে জেরা করার জন্য সমন পাঠিয়েছে। তবে মনে করা হচ্ছে, পুলওয়ামা হামলা নিয়ে সরকারের ভূমিকার প্রশ্র তেলার কারণেই সত্যপাল মালিককে সিবিআই ডাকল।