পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পরেই বিক্ষোভে নামল বিরোধীরা

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতারের পরেই জেলায় জেলায় শুরু বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা৷ যার জেরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। এমনকি পুলিশের…

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতারের পরেই জেলায় জেলায় শুরু বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা৷ যার জেরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে শিলিগুড়ি। এমনকি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়৷

এদিন শিলিগুড়ির গুরু নানক চকে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল দাহ করার পরিকল্পনা নিয়েছিল শিলিগুড়ি বিধানসভার যুব কংগ্রেসের কর্মীরা । কিন্তু কুশপুতুল দাহ করার আগেই তা ছিনিয়ে নেয় পুলিশ । কুশপুতুল দিতে না চেয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে যুব কংগ্রেসের কর্মীরা ।

   

বিক্ষোভ কর্মসূচি বানচাল হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন যুব কংগ্রেসের কর্মীরা । পাশাপাশি যুব সংগঠন কর্মীরা মশাল মিছিল করতে গেলে ফের পুকিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন যুব কংগ্রেসের সদস্যরা । এরপরে পুলিশ হয়রানি অভিযোগ তুলে পথ অবরোধ করে বিক্ষোভকারীরা । কর্মীদের অভিযোগ সারা বাংলাতে কয়েক হাজার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য দিনের পর দিন অনশন করে যাচ্ছে,আর তৃণমূল কংগ্রেসের নেতারা টাকার গদির উপরে বসে ফুর্তি করছে। শুধুমাত্র শিলিগুড়ি নয়, সারা বাংলায় বিক্ষোভের ডাক দিয়েছেন তাঁরা।

অন্যদিকে, একই দিনে বিজেপি ফুলবাড়ী মণ্ডলের নেতৃত্বে ফুলবাড়ী হাট এলাকায় বিক্ষোভ মিছিলে শাসক দলের অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন বিজেপি নেতারাও৷ বিক্ষোভের নেতৃত্ব দেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়৷

তিনি বলেন, দিনের পর দিন মানুষকে ঠকিয়ে চলেছে রাজ্য সরকার আর মুখ্যমন্ত্রী চুপ করে সবকিছু দেখছেন।আমরা চাই সব দোষীদের শাস্তি হোক। চাকরি দেওয়ার নাম করে রাজ্যের শিক্ষিত বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে।এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে! এদিন বিজেপির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিজেপির সমর্থকেরা দাবী করেন অবিলম্বে বঞ্চিত ছাত্রছাত্রীদের চাকরির ব্যাবস্থা করে দিতে হবে রাজ্য সরকারকে।মানুষকে বঞ্চিত করা চলবে না কোনমতেই।