তৃণমূল নেতাদের অসুস্থতার রিপোর্টে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে SSKM: বিকাশ ভট্টাচার্য

এসএসকেএমে আইসিসিইউতে ভর্তি ছিলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পর…

partha-bikash-SSKM

এসএসকেএমে আইসিসিইউতে ভর্তি ছিলেন তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে কোটি কোটি টাকার বেআইনি লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারের পর ‘অসুস্থ’ হন তিনি। আদালতের নির্দেশে এসএসকেএমে (SSKM) ভর্তি হন। সেখানকার চিকিৎসকরা রিপোর্ট দেন পার্থবাবুর বুকে ব্যাথা। সোমবার এইমস ভুবনেশ্বর সেই রিপোর্ট নস্যাৎ করল। এই ঘটনাকে কেন্দ্র করে এসএসকেএমের চিকিৎসকদের উদ্দেশ্যে কটাক্ষের সুর চড়ালেন সিপিআইএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

Kolkata24x7 কে দেওয়া একান্ত সাক্ষাতকারে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে দেখা গেছে যখন কোনও রাজনৈতিক নেতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকে, তাঁদের আশ্রয় হয়ে ওঠে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড। স্বভাবতই অভিযোগ আসা মাত্রই এসএসকেএম হাসপাতালের উডবার্নে চলে যাচ্ছেন অপরাধীরা৷ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁদের মধ্যে কঠিন রোগ খুঁজে পাচ্ছেন৷ এটা একটা সন্দেহের অবকাশ তৈরি করে৷

বিকাশরঞ্জন ভট্টাচার্য আরও বলেন, এখানে এসএসকেএম তাঁকে আইসিসিইউতে পাঠিয়ে দিল। সেটা এইমস ভুবনেশ্বর বলছে না কিছু না ক্রনিক৷ তাঁকে ছেড়ে দেওয়া যায়। এইমস তো আর হাল্কাভাবে ছেড়ে দেননি এটাকে৷ একটা রোগীকে ছেড়ে দিচ্ছেন অনেক রকমের ঘটনা ঘটতে পারে৷ তা থেকে মনে হচ্ছে এই ঘটনা খুব দুঃখের। খুব বেদনার৷

সিপিআইএম রাজ্যসভার সাংসদ বলেছেন, এসএসকেএমের যে একটা অতীত ঐতিহ্য, গরিমা ছিল, সেটা হয়তো রাজনৈতিক হস্তক্ষেপে নষ্ট হয়ে যাচ্ছে৷ এই রিপোর্টগুলি অধিকাংশই রাজনৈতিক হস্তক্ষেপ দ্বারা করা হয়েছে বলে আমার আশঙ্কা। সেজন্যই এরকম দুই ধরনের রিপোর্ট বের হল। তাই এসএসকেএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালি বনাম আলকাতরা যুক্তির প্রেক্ষিতে বর্ষীয়ান সাংসদের মন্তব্য, ওনার গায়ে তো কালি আছে৷ ছেটাবার দরকার নেই। কালি নিয়েই কালিমালিপ্ত হয়ে আছেন৷ মুখে বক্তৃতা দিলে তো হবে না৷ আর উনি তো ইতিপূর্বে সবার বিরুদ্ধেই অত্যন্ত কূৎসামূলক প্রচার করেছেন৷ ওর কথাটাকে আমি কোনও গুরুত্ব দিই না৷ কেন এত অবান্তর অযৌক্তিক কথাবার্তা বলেন ওর সমস্ত কথাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করি না৷