China: গৃহবন্দি গুজব উড়িয়ে কমিউনিস্ট পার্টির সম্মেলনে জিনপিং, ‘হংকং আমাদের’ বলে গর্জন

সেনা অভ্যুত্থানে গৃহবন্দি হয়েছেন এমন গুজব উডিয়ে চিনের (China) প্রেসিডেন্ট  তথা দেশটির কমিউনিস্ট পার্টির (CPC) সাধারণ সম্পাদক  জি জিনপিং (Xi Jinping)প্রকাশ্যে এলেন। চিনের ক্ষমতায় থাকা…

সেনা অভ্যুত্থানে গৃহবন্দি হয়েছেন এমন গুজব উডিয়ে চিনের (China) প্রেসিডেন্ট  তথা দেশটির কমিউনিস্ট পার্টির (CPC) সাধারণ সম্পাদক  জি জিনপিং (Xi Jinping)প্রকাশ্যে এলেন। চিনের ক্ষমতায় থাকা কমিউনিস্ট পার্টির ২০ তম সাধারণ সম্মেলনে তিনি দলীয় প্রধান হিসেবে সাংগঠনিক রিপোর্ট পেশ করলেন।

সেই ভাষণেই গর্জন জিনপিংয়ের। তিনি বলেন হংকংয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে সম্পূর্ণ সক্ষম হয়েছে চিন। বিশৃঙ্খলা রুখে প্রতিষ্ঠা করা হয়েছে সুশাসন। বক্তৃতায় বুঝিয়েছেন, প্রেসিডেন্ট পদ থেকে মোটেও সরছেন না তিনি।

বিশ্বে এই সময় সর্বাধিক আর্থিক শক্তিশালী দেশ হিসেবে চিন চর্চিত। চিনের  ১৯৪৯ সালে বিপ্লব ও গৃহযুদ্ধ অবসানে যে সরকার তৈরি হয়েছিল তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি। টানা ক্ষমতায় আছে দলটি।

চিনা কমিউনিস্ট পার্টির দলীয় মু়খপত্র ‘People’s Daily’ জানাচ্ছে, চলতি সম্মেলন থেকে সাংগঠনিক পর্যালোচনার পর নেতৃত্ব বাছাই হবে।

বিবিসির খবর, চিনের ক্ষমতায় টানা তিনবারের জন্য বসতে চলেছেন বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং। এতদিন পর্যন্ত এই সুযোগটি ছিলনা। এবার পরিবর্তন হতে পারে এই নিয়মের। সেক্ষেত্রে তিনবার সরকারের প্রধান হিসেবে থাকার নজির গড়বেন জিনপিং।

জানা যাচ্ছে, সাংগঠনিক কাঠামোয় ফের চেয়ারম্যান পদ ফিরিয়ে আনছে চিনের কমিউনিস্ট পার্টি। এই পদের সর্বশেষ পদাধিকারী ছিলেন মাও সে তুং। তিনি প্রয়াত হবার পর চেয়ারম্যান পদটি অবলুপ্ত না করা হলেও সংরক্ষিত করা হয়। সেই পদ দেওয়া হতে পারে জিনপিংকে। তেমনটা হলে মাও ও জিনপিং একাসনে বসবেন! এটি চিনের রাজনৈতিক ইতিহাসে একটি মাইল ফলক হতে চলেছে।