Siliguri: ডেঙ্গুপ্রবণ এলাকা পরিদর্শনে মেয়র গৌতম দেব 

ডেঙ্গুর প্রকোপে ধরাশায়ী উত্তরবঙ্গ। প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু। গোটা শিলিগুড়ি(siliguri) শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুহাজারেরও বেশি। শিলিগুড়ির ডেঙ্গু প্রবন ওয়ার্ড ৫ নং। ৫…

ডেঙ্গুর প্রকোপে ধরাশায়ী উত্তরবঙ্গ। প্রতিনিয়ত বেড়েই চলেছে ডেঙ্গু। গোটা শিলিগুড়ি(siliguri) শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে দুহাজারেরও বেশি। শিলিগুড়ির ডেঙ্গু প্রবন ওয়ার্ড ৫ নং। ৫ নং ওয়ার্ডে ডেঙ্গুর যা পরিস্থিতি, তা নিয়ে যথেষ্ট চিন্তিত শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ এমআইসি এবং অন্যান্য কাউন্সিলারদের নিয়ে তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। বিভিন্ন স্থানের জমা জল যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলার নির্দেশ দেন মেয়র। 

শিলিগুড়ি এবং তার আশেপাশের এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার পার। পর্যাপ্ত পরিমানে মশার তেল এবং ধোয়া দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানায়িছেন বাসিন্দারা। বিরোধীরাও এই প্রসঙ্গে ক্রমাগত আক্রমন করছেন তৃণমূল কংগ্রেসের বোর্ডকে। প্রতিদিন ডেঙ্গুর বারবাড়ন্ত এবং বিরোধীদলের সমালোচনা, সব মিলিয়ে যথেষ্ট চিন্তায় শিলিগুড়ির গৌতম দেব। ডেঙ্গু রোধে নিয়ে শিলিগুড়িতে মেয়রের ভূমিকা নিয়েও যথেষ্ট অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

 বহু বছর পরে পুরোপুরি ভাবে শিলিগুড়িতে পুরবোর্ড দখল করেছে তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের ডেঙ্গু রুখতে যে যে পদক্ষেপ নিচ্ছে, তা মোটেও যথেষ্ট নয় বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। 

ইতিমধ্যে তার ওয়ার্ডে ডেঙ্গুর ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। হতাশ মেয়র গৌতম দেব এখন চাইছেন যেভাবেই হোক না কেন এই ডেঙ্গুর প্রভাব কমাতে। এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রমন বন্ধ করাই তার একমাত্র কাজ বলে মনে করছেন গৌতম দেব।