Birbhum: ইডি তলব করেছে, কিন্তু কোটি কোটি টাকার মালকিন সুকন্যা কোথায়?

গোরু পাচার মামলায় বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে। তার কন্যা সুকন্যাকে তলব করেছে (ED) ইডি। আগামী ২৭ অক্টোবর…

গোরু পাচার মামলায় বীরভূম (Birbhum) জেলা তৃণমূল কংগ্রেস (TMC) সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জেলে। তার কন্যা সুকন্যাকে তলব করেছে (ED) ইডি। আগামী ২৭ অক্টোবর দিল্লিতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। এদিকে বোলপুরে নেই সুকন্যা। কোটি কোটি টাকার মালকিন সাধারণ শিক্ষিকা সুকন্যা মণ্ডল কই? উঠছে প্রশ্ন।

বোলপুরের নিচুপট্টির বাড়িতে নেই সুকন্যা। কোথায় রয়েছেন অনুব্রত কন্যা? সূত্রের খবর, ঘনিষ্ঠ এক বান্ধবীর ক্যান্সার চিকিৎসার কারণে চেন্নাই গেছেন সুকন্যা মণ্ডল। তবে এখনও অবধি সুকন্যার বাড়িতে ইডির চিঠি আসেনি বলেই জানা গেছে।

গোরু পাচার মামলায় তদন্তে অনুব্রতকে গত ১১ আগাস্ট গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই নজরে অনুব্রতর কন্যা সুকন্যার বিপুল সম্পত্তি। একজন শিক্ষিকা হয়ে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হলেন সুকন্যা তা জানতে চায় ইডি। জানা যাচ্ছে সমন হাতে এলে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন সুকন্যা।

গোরু পাচার মামলায় সুকন্যাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বারবার হ্যাঁ অথবা না তেই উত্তর দিয়েছেন তিনি।কিন্তু সুকন্যার বিপুল সম্পত্তি নিয়ে একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে।