আইলিগ এনে দিতে না পারলেও রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভের কোচিংয়ে গত মরশুমে দুর্দান্ত খেলেছে মহামেডান (Mohammedan SC)। এর আগেই শোনা গেছিলো রুশ কোচের পারফরম্যান্সে দারুণ খুশি মহামেডানের কর্মকর্তা’রা।বছর ৫৩’এর এই বিগত দুই দশক ধরে ক্লাব এবং আন্তর্জাতিক স্তরে কোচিং করিয়েছেন।
১৯৯০ সালে অনূর্ধ্ব-২১ ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন তিনি।দায়িত্ব সামলেছিলেন স্পার্টাক মস্কোর মতো রাশিয়ার ক্লাবের।তার কোচিংয়ে দীর্ঘ ৪০ বছর বাদে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছে মহমেডান। ডুরান্ড কাপ ও আইলিগে রানার্স আপ হয়েছে সাদা কালো ব্রিগেড।তাই নয়া মরশুমে তার উপর’ই ভরসা রাখছেন মহামেডানের ক্লাব কর্তারা,আরও একবছর তার সাথেই চুক্তি সারলো সাদা কালো ব্রিগেড।নয়া মরশুমে তিনি কি করে দেখান, এখন সেটাই দেখার বিষয়।
এদিকে জোরকদমে দলগঠনের কাজ চালাচ্ছে সাদা কালো ব্রিগেড ।সম্প্রতি তারা দলে নিয়েছেন ইস্টবেঙ্গলের গোলকিপার শংকর রায়’কে।২০১৬-১৭ মরশুমে এই মহামেডানের হয়ে জার্নি শুরু করেছিলেন শংকর।এরপর মোহনবাগানে যোগদান করেন তিনি।যদিও ক্লাব অধিনায়ক শিল্টন পালের থাকায় গোটা মরশুম বেঞ্চে বসেই কেটে যায় তার।সবুজ মেরূনের জার্সি গায়ে শংকেরর মাঠে নামার সুযোগ মেলে ২০১৮-১৯ মরশুমে।শিল্টন চোট পেলে তার উপর’ই ভরসা রাখে সবুজ মেরুন শিবির।
এর পরের মরশুমে শিল্টন ফর্ম হারালে সেই সুযোগ একেবারেই হাতছাড়া করেননি শংকর, নিজেকে সেইবারের আইলিগে দারুণ ভাবে মেলে ধরেছিলেন।এরপর ইস্টবেঙ্গল,হায়দ্রাবাদ হয়ে ফের আরেকবার নিজের পুরনো ক্লাবে ফিরলেন এই প্রতিভাবান ফুটবলার।