অনলাইনে ‘বিশেষ বন্ধু’ পাতিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ব্যক্তি

ফের একবার অনলাইনে টাকা দিয়ে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বছর বয়সী এক ব্যক্তি যৌন হয়রানির শিকার হয়েছেন। আন্ধেরির বাসিন্দা…

ফের একবার অনলাইনে টাকা দিয়ে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ২৬ বছর বয়সী এক ব্যক্তি যৌন হয়রানির শিকার হয়েছেন। আন্ধেরির বাসিন্দা ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেন, এরপর ওই ব্যক্তি ১ লক্ষ টাকা দিয়ে বিপাকে পরেন।

পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তি ও ওই মহিলা সোশ্যাল মিডিয়া মারফত বন্ধুত্ব গড়ে তোলেন। এর পর ওই মহিলা চ্যাট চলাকালীন ওই যুবককে জামাকাপড় খুলে ফেলতে বললে তিনি নিজেও নগ্ন হয়ে যান। এ সময় ওই মহিলা তার সঙ্গে চ্যাটের ভিডিও ধারণ করে ওই যুবককে ব্ল্যাকমেইল করতে থাকে। এর পর ভয় পেয়ে ওই যুবক মহিলাকে কিছু টাকা পাঠিয়ে ভিডিয়োটি ভাইরাল না করার অনুরোধ করলেও, এর পরেও ওই যুবকের কাছে আরও টাকা দাবি করতে থাকে ওই মহিলা।

পুলিশ জানিয়েছে, নির্যাতিত ব্যক্তি মহিলাকে বেশি টাকা দিতে অস্বীকার করলে ওই মেয়েটি যুবকের এক বন্ধুর কাছে ভিডিওটি পাঠিয়ে দেয়। রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই ব্যক্তি জানিয়েছে, ‘আমি যখন সোশ্যাল মিডিয়ায় সার্ফিং করছিলাম, তখন ওই মহিলার কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাই। আমি প্রথমে অনুরোধটি গ্রহণ না করলেও পরে মহিলাটি আমাকে চ্যাটে পিং করে। চ্যাটিংয়ের সময়, মহিলাটি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি চায় এবং আমি তাঁর কথা মতো ওই নম্বরটি দিয়েও দিই।’ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।