Post Poll violence: তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে সিবিআই

একদিকে সিবিআই অন্যদিকে ইডি, কার্যত দুইয়ের রোষানলের জেরে বিধ্বস্ত তৃণমূল শিবির। একদিকে যখন এসএসসিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তখন আরেক দিকে…

একদিকে সিবিআই অন্যদিকে ইডি, কার্যত দুইয়ের রোষানলের জেরে বিধ্বস্ত তৃণমূল শিবির। একদিকে যখন এসএসসিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি তখন আরেক দিকে ভোট পরবর্তী হিংসা মামলায় এবার তৃণমূল নেতা আবু তাহেরের বাড়িতে গেল সিবিআইয়ের দল।

নন্দীগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতির খুনের ঘটনায় অভিযুক্ত এই আবু তাহের।

   

সিবিআইয়ের দাবি, এর আগে তদন্তের স্বার্থে আবু তাহেরকে একাধিকবার তলব করা হলেও বারবার হাজিরা এড়িয়ে যান তিনি। ফলে তাঁর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সিবিআই। জানা গিয়েছে, হলদিয়া মহকুমা আদালতে আবু তাহের সহ আরো ৩ তৃণমূল নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরপরেই তৃণমূল নেতার বাড়িতে হাজির হয় সিবিআইয়ের একটি দল।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আবু তাহেরের বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলেছে।