SSC Scam: ধৃত পার্থকে মন্ত্রীত্ব থেকে সরানোর বার্তা কুণালের

বুধবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ফের কোটি কোটি টাকা উদ্ধার হতেই কুণাল ঘোষ জানিয়েছিলেন, তিনি বিষয়টিকে ডিফেন্ড করবেন না। বৃহস্পতিবার সকালেই পার্থ…

partha-kunal

বুধবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ফের কোটি কোটি টাকা উদ্ধার হতেই কুণাল ঘোষ জানিয়েছিলেন, তিনি বিষয়টিকে ডিফেন্ড করবেন না। বৃহস্পতিবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে অপসারণের দাবীতে সরব হলেন তিনি।

ট্যুইট করে কুণাল জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হোক। সেইসঙ্গে সরিয়ে দেওয়া হোক দলীয় পদ থেকে। কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, তাহলে দলের অধিকার রয়েছে আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার।

উল্লেখ্য, শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় ২১ কোটির অধিক টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা সহ একাধিক নথি। গতকাল অর্পিতা বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় কোটি কোটি টাকা, সোনার বার, গয়না। এই এত টাকা এল কীভাবে? এর সঙ্গে আর কারা যুক্ত? এনিয়ে বিশেষ মুখ খুলতে চাননি কুণাল।

একটা প্রক্রিয়ার মাঝপথে আমরা আছি, যা দেখছি তা যথেষ্ট উদ্বেগজনক একটি ছবি। এটা কখনই কাম্য ছিল না। এটাকে কোনওমতে কোনও অবস্থায় ডিফেন্ড করার চেষ্টা আমি করব না। তদন্ত চলুক। কার টাকা, কীভাবে টাকা নিশ্চয়ই এজেন্সি কোর্টে সেটা তুলে ধরবে।

তাঁর বার্তা, আমরা দোষীকে আড়াল করার চেষ্টা করব না। এত টাকা কে রাখল, কারা রাখল, কী ভাবে রাখল, তা তদন্ত করে তাদের সম্পর্কে ইডি ন্যূনতম তথ্যপ্রমাণ আদালতে পেশ করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। তাঁর কথায়, দলের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট গুরুত্ব দিয়ে গোটা প্রক্রিয়ার উপর নজর রাখছে। দল যথা সময়ে তার বক্তব্য জানিয়ে দেবে। এখন দলের কাছেই কুণালের দাবিতে তোলপাড় শুরু হয়েছে৷