CBI Investigation: ভুলকে বরদাস্ত নয়, জেরার মুখে তৃণমূল নেতা মন্ত্রীদের বার্তা কুণালের

একের পর এক নেতাদের মন্ত্রীদের নিয়মিত সিবিআই তলব। বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক শিবিরকে। এবার তৃণমূল কংগ্রেসের হয়ে সাফাই গাইলেন দলটির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ…

kunal-partha-paresh

একের পর এক নেতাদের মন্ত্রীদের নিয়মিত সিবিআই তলব। বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক শিবিরকে। এবার তৃণমূল কংগ্রেসের হয়ে সাফাই গাইলেন দলটির রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh)। জানালেন যেটা ভুল সেটা ভুল। দল ভুল কাজকে সমর্থন করবে না। অন্যায় হলে সব সময় অন্যায়।

কুণালের সাফাই থেকে ইঙ্গিত আসছে গোরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল, শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর উপর থেকে দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দূরত্ব তৈরি করছেন।

আরও পড়ুন: Birbhum: আমি আছি আমি মরি নাই…বিধ্বস্ত অনুব্রতর চোখে মুুখে সিবিআই টেনশন

সিবিআই জেরায় তৃণমূল জেরবার হলেও বিরোধী দলগুলিকে কটাক্ষ করতে পিছপা হননি তৃণমূল মুখপাত্র৷ কুণাল ঘোষ বলেন, যারা গলা ফাটাচ্ছেন তাঁদের বলার অধিকার নেই। বামেদের সময় হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে যা চলছে, সেটা দেখার দরকার রয়েছে। বামেরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

বামফ্রন্ট জমানার অতীত স্মরণ করিয়ে কুণালের বক্তব্য, জেলা ও কলকাতার নেতার কীভাবে চাকরী পেয়েছেন? একের পর এক অভিযোগের পর বামেরা সাধু সাজার চেষ্টা করছে। তাদের বলার অধিকার নেই। ভুল থাকলে সংশোধন হবে৷ সংশোধন না হলে আইন দেখছে। চারিদিকে ভালো কাজ হচ্ছে। কিছু দল সস্তার রাজনীতি করছে৷ মুখ্যমন্ত্রী সমস্ত চেষ্টা করছেন। সবার ভালো হবে।

আরও পড়ুন: SSC Scam: অতি উৎসাহী তৃণমূল কর্মীদের সংযমের বার্তা দিলেন পার্থ

ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেল মহাসচিব তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই হাজিরার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। পার্থ চট্টোপাধ্যায়কে আগামী সপ্তাহে ফের তলব করেছে সিবিআই৷

<

p style=”text-align: justify;”>গোরু পাচারকাণ্ডে বৃহস্পতিবারের পর আগামী সপ্তাহে ফের তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। এমত অবস্থায় দলের ড্যামেজ কন্ট্রোল করতে নামলেন কুণাল ঘোষ। হাইকোর্ট নির্দেশে সিবিআই তৎপরতা তুঙ্গে। শাসক দলের অন্দর ভীত। রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ।