‘TMC: অধিকার বুঝে নিতে ভোট দিন ‘ রাজবংশীদের বার্তা অভিষেকের

গুরুবারে উত্তরবঙ্গের মাটি ছুঁয়েই আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়। জলপাইগুড়ি কেন্দ্রের ময়নাগুড়িতে টাউন ক্লাবের মাঠে জনসভা করেন অভিষেক। প্রার্থী নির্মলচন্দ্র…

Abishek Banerjee

গুরুবারে উত্তরবঙ্গের মাটি ছুঁয়েই আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করলেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দোপাধ্যায়। জলপাইগুড়ি কেন্দ্রের ময়নাগুড়িতে টাউন ক্লাবের মাঠে জনসভা করেন অভিষেক। প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভায় বিজেপিকে একের পর এক আক্রমণ শানায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

জনসভায় এদিন রাজবংশীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, “এবার নিজের অধিকার বুঝে নিন। রামমন্দির হয়েছে। কিন্তু মানুষের মাথায় ছাদ নেই। তাই এবার ধর্ম দেখে নয় অধিকার বুঝে নিতে ভোট দিন”। পাশাপাশি মোদীর গ্যারান্টিকে জিরো ওয়ারেন্টি বলে কটাক্ষ করেন তিনি। অভিষেকের প্রশ্ন, ” দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর অন্যজন নিচ্ছেন। বাংলা বলতেও পারেন না, বুঝতেও পারেন না। কার গ্যারান্টি নেবেন আপনারা “? পাশাপাশি নবান্নের হয়ে দেন ঢালাও প্রতিশ্রুতি।

কি কি করেছে তৃণমূল, মঞ্চে তার খতিয়ান যেমন তুলে ধরেন অভিষেক। অন্যদিকে বিজেপি যে কথা দিয়ে কথা রাখে না, একটি ভিডিও দেখিয়ে তার প্রমাণ দেন তৃণমূল সেনাপতি। অভিষেকের দাবি,’ বিজেপি প্রতিশ্রুতি দিলেও মানুষ ঘর পাননি। ১০০ দিনের কাজের টাকা পাননি। মানুষের সমর্থন নিয়ে ওরা ভাতে মারার চেষ্টা করছে ‘

ময়নাগুড়ি তে ভোট চাইতে গিয়ে অভিষেকের আরও দাবি, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়েছে। ৬৭ থেকে এখন বেড়ে ২৫০ টাকা হয়েছে। ধূপগুড়ি মহকুমা হয়েছে। আরও অনেক কাজ মানুষের সুবিধার জন্য করেছে তৃণমূল। এদিন মঞ্চে অভিষেক আবারও জনতার কাছে প্রশ্ন রাখেন কার গ্যারান্টি নেবেন বলে। তবে মানুষ কার গ্যারান্টি নেবে দিদি না মোদী এতো সময়ই বলবে।