Ranji Trophy: ফাইনালে হেরে বিদর্ভ পাচ্ছে ৩ কোটি, মুম্বাইয়ের প্রাইজ মানি আরও বেশি

রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৩-২৪ শেষ হয়েছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে শিরোপা জিতেছে মুম্বাই (Mumbai)। এই নিয়ে ৪২তম বার চ্যাম্পিয়ন হল মুম্বাই দল। ফাইনালে বিদর্ভকে ১৬৯…

Ranji Trophy Mumbai

রঞ্জি ট্রফি (Ranji Trophy) ২০২৩-২৪ শেষ হয়েছে। অজিঙ্ক রাহানের নেতৃত্বে শিরোপা জিতেছে মুম্বাই (Mumbai)। এই নিয়ে ৪২তম বার চ্যাম্পিয়ন হল মুম্বাই দল। ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মুম্বাই। এও মরসুমে রঞ্জি ট্রফির পুরস্কার মুল্যের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে রঞ্জি ট্রফি জয়ী দল পেত ২ কোটি টাকা এবং রানার্স আপ দল পেত ১ কোটি টাকা। এখন এই পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবার রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটারদের জন্য বাড়তি পুরস্কারের ব্যবস্থা করেছে। বোর্ডের এই পদক্ষেপে খেলোয়াড়রা যে বেশ উপকৃত হবেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২০২৪ সালের রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই পেয়েছে ৫ কোটি টাকার পুরস্কার মূল্য। রানার্স আপ বিদর্ভ দলকে দেওয়া হয়েছে ৩ কোটি টাকা। এ ছাড়া সেমিফাইনালে পরাজিত প্রত্যেক দল পেয়েছে ১ কোটি টাকা।

শুধু তাই নয়, রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটারদের ফিও বাড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতে প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অভিজ্ঞতা অনুযায়ী পারিশ্রমিক পাবেন। খেলোয়াড়দের পারিশ্রমিক এখন প্রতিদিন ৪০ থেকে ৬০ হাজার পর্যন্ত। শুধু তাই নয়, যে সব ক্রিকেটার স্কোয়াডে রয়েছেন কিন্তু প্লেয়িং ইলেভেনের অংশ নন, তাঁদেরও প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা করে ফি দেওয়া হয়েছে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেটারদের জন্য একটি নতুন স্কিম কার্যকর করেছে। বোর্ড খেলোয়াড়ের জন্য বিভিন্ন বিভাগে পুরষ্কার ঘোষণা করেছে। নতুন ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’-এর অধীনে যারা এক মরসুমে সাত বা ততোধিক টেস্ট খেলেছেন (এক মরসুমে ৯ টি টেস্ট হিসেবে) তাঁরা ম্যাচ ফি পাবেন ৪৫ লক্ষ টাকা। একজন নন প্লেয়িং সদস্য ম্যাচ পিছু পাবেন ২২.৫ লক্ষ টাকা। যারা এক মরসুমে পাঁচ-ছয়টি টেস্ট খেলবেন তাঁরা পাবেন ম্যাচ পিছু ৩০ লক্ষ টাকা এবং নন-প্লেয়িং সদস্যরা পাবেন ১৫ লক্ষ টাকা।