সচিনের থেকেও ভাল ব্যাটসম্যান হতে পারতেন কার্ল হুপার: লারা

বর্তমান সময়ে এমন শত শত ক্রিকেটার রয়েছেন যারা সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) দেখে বড় হয়েছেন। তবে সচিনের ভালো বন্ধু এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার…

brain lara said carl hooper more talented as batsman than sachin tendulkar

বর্তমান সময়ে এমন শত শত ক্রিকেটার রয়েছেন যারা সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) দেখে বড় হয়েছেন। তবে সচিনের ভালো বন্ধু এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার (Brain Lara) দাবি, তাঁর তার ও সচিন তেন্ডুলকরের চেয়েও ভালো একজন ক্রিকেটার ছিলেন।

2024 T20 ক্রিকেটে এই ভারতীয় অধিনায়ক করেছেন সবথেকে বেশি রান

   

ব্রায়ান লারা তাঁর বই ‘লারা: দ্য ইংল্যান্ড ক্রনিকলস’-এ তিনি এবং সচিন তেন্ডুলকরের থেকেও ভাল ব্যাটসম্যানের নাম লিখেছেন। লারার মতে, কার্ল হুপার (Carl Hooper)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১০২টি টেস্ট ও ২২৭টি ওয়ানডে খেলেছেন কার্ল হুপার। তাঁর রেকর্ডও ভালো। টেস্ট ক্রিকেটে ৫ হাজার ৭৬২ ও ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার ৭৬১ রান করেছেন তিনি। টেস্টে ১১৪টি ও ওয়ানডেতে ১৯৩টি উইকেট নিয়েছেন।

 

লারার মতে, কার্ল যদি তাঁর সামর্থ্যের পূর্ণ সদ্ব্যবহার করতেন তাহলে তিনি তেন্ডুলকরের চেয়ে ভাল ব্যাটসম্যান হতে পারতেন। নতুন বইয়ে লারা লিখেছেন, ‘কার্ল হুপার অবশ্যই আমার দেখা অন্যতম সেরা খেলোয়াড়। আমি বলব তেন্ডুলকর এবং আমিও সেই প্রতিভার কাছাকাছি আসতে পারিনি।’

পিএসজি ছেড়ে Mbappe রিয়াল মাদ্রিদেই

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকাকালীন কুপার কতটা ভাল খেলোয়াড় ছিলেন তা-ও তুলে ধরেছেন ব্রায়ান লারা। তিনি আরও জানিয়েছেন, ‘অধিনায়ক হিসেবে তাঁর গড় ৫০-এর কাছাকাছি ছিল। ক্যাপ্টেন হিসেবে নিজের দায়িত্ব উপভোগ করেছিলেন।’ কার্ল হুপার ১৯৮৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন। ২০০৩ সালে খেলেছেন কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। সচিন খেলেছিলেন ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত।